সাহিত্য

অকাব্যমালা-১১

অকাব্যমালা-১১

তোমারে আমি চাই
কেবলই করিয়া আমার
তুমি কখনোই হইতে পারো না তোমার!

চলনে বলনে মননে স্বপনে
কেবল ই হইয়া আমার
বাঁচিয়া থাকিবে যদ্দিন থাকিবে
ধরনীতে শ্বাস আমার!

তুমি কেবল ই আমার
কখনো চাইও না হইতে
আমার না হইয়া তোমার!

 

জগতে সবাই বেশি আর অল্প

কারো না কারো উপর

ভালোবাসা কিংবা আবেগ 

প্রয়োজন বা বিবেক

থাকিতে চায় হইয়া প্রভু

বানাইয়া কাউকে দাস

যারই নাম, সে একান্তই আমার।  

 

সবই আছে সবই থাকে 

থাকেনা কেবল প্রাণ 

তবুও থামেনা কেবলই,

আমার করিতে চাওয়ার, চেষ্টা আপ্রাণ!  

 

হার জিতের ট্রফি নেই

আছে কেবলই অনুভব 

তুমি আছো কি নেই তোমার মাঝে

তার ব্যাথা বড়ই নিষ্প্রভ! 

তোমারে করিয়াছি আমার 

তুমি কেবলই আমার 

এটাই সমূহ সম্ভব। 

#অকাব্য


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন