আজকাল দুস্বপ্নে ক্রমাগত তাড়া করে অসংখ্য হেলিকাপ্টার
জেগে উঠে বারবার আওড়াই শেষ করো দুস্বপ্নের চ্যাপ্টার !
আজকাল মাথায় অনেক আওয়াজ, দপদপ করে কাপে উপশিরা
এক দুই তিন করে ঘড়ির কাটা চব্বিশে চলে যায়, মাথায় তবুও দপদপ
দিশেহারা হয়ে ঘড়ির কাটার তেইশ জানিয়ে দিচ্ছে হাতে আছে এক
জেন জি, পানি লাগবে পানি, আয়নাঘর, মেজর বজলুল হুদা সহ শত শব্দের ভীড়ে
ঠান্ডা মাথার খুনিকে সাইকোপ্যাথ বলতে গেলেই শুনতে পাই তীব্র কানফাটা চিৎকার
ক্যালেন্ডার থেকে তীব্র ভর্সনা করে উঠে ২৮শে অক্টোবর, ২৫শে ফেব্রুয়ারী, ৫মে
চিৎকার করে বলে, ওরা খুনী! ধবংস হোক ওরা প্রত্যেকে এবং ওদের দোসররাও
তবুও ইথারে ভেসে আসে পলাইছে, পদত্যাগ, নিয়োগ আর পরিবর্তনের গল্প
তখন ইস্পাত হৃদয়কে স্বপ্নেরা বলে উঠে- আজকাল বেশ ভালো আছি!
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)