সাহিত্য

শুকনোপাতার কাব্য-২৩

শুকনোপাতার কাব্য-২৩

এই অবেলার কোন গল্প হয়ে 

ফিরে আসা সেই চেনা পথ ধরে

হাত ছুঁয়েই ভালোবাসা যায় 

শব্দেরা পাক ছুটি ! 

 

শব্দ বিনে ছন্দ বুনে 

ভালোবাসা যায় দু'চোখ জুড়ে 

তবু অবেলায় কিছু মেঘ আসে

বৃষ্টি নামার ভান ধরে। 

 

এখানে অলসতা দেয় অস্বস্তি 

আর ব্যস্ততায় ক্লান্তি

এক চিলতে অবসর বিষন্ন করে তুলে

তবু ভালো আছি,এটাই তো ভ্রান্তি! 

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ