সাহিত্য

তোমার ঠিকানা জানা নেই

তোমার ঠিকানা জানা নেই

তোমার ঠিকানা জানা নেই বলে
কতো পথ হেঁটেছি,
সেই পথে ঝরে পড়েছিলো কতো মাধবীলতার গোলাপী পাপড়িরা!
সেই সুগন্ধি নাকে এসে লাগতেই তোমার উপস্থিতি ভেবে চঞ্চল হই...
উদ্যানের এক কোনে পথের ধারে সেই বেঞ্চিতে বসি কখনো,
চারপাশে লাল রংঙের ম্যাপল পাতারা যেন তোমার স্মৃতি বিছিয়ে আছে!
সাদা আর অফ-হোয়াইট রংঙের গোলাপের তোড়াটা সেখানেই রেখে আসি!
ফুলদানিতে রাখি কি করে বলো তো, তোমার প্রিয় রঙের ফুল তো বারবার তোমার কথাই জানান দেয়!
তোমার জন্য কেনা ডায়েরীর পাতা প্রজাপতি হয়ে উড়ুক,
তোমার প্রিয় সুগন্ধির শিশি, উফফ কি ভীষণ অসহ্য, এতো সুন্দর সুগন্ধি তবুও এতো ব্যথা কেন বাজে!
কলমদানীতে নীল ফাউন্টেনপেনটা,
আহ,কি দারুন ঝকঝকে হাতের লেখা।
নাআআআ,আমি আর পারছি না,সব বন্ধ করে বাক্সবন্দী করে তুলে রাখবো।
এমন মধুর বিষময় তীব্র অতীত আমি তুলে রাখতে চাই মহাকালের খাতায়!
প্রস্হানের কি তীব্র শক্তি! তবুও স্মৃতিদের কেন রেখে গেলে প্রিয়তম....
আমি তোমার ঠিকানা জানিনে বলে, কতো শতপথ হেঁটে বেড়িয়েছি!
সেই প্রিয় বেঞ্চিতে যেখানে অবসরের ঐকান্তিকতায় ছেয়ে ছিলো সিক্ত মেঘ!
বৃষ্টির জলে আদা দেওয়া লাল চায়ের ক্যান উপচে পড়েছে কতোবার!
আমি শুধু নিরব সাক্ষী হয়ে তাকিয়ে রয়েছি আনমনে!
তোমার পড়া শেষ বইটা কেমন টেবিল পড়ে আছে,বাতাসে একটার পর একটা পাতা উল্টে যাচ্ছে আপনমনে!
আমার নিউরনের স্মৃতিদের মতোই....
তোমার ঠিকানা জানিনে বলে আজো কতো পথ হাঁটি... থামতে ইচ্ছে করে না
আমার শুধু পথচলার নেশা পেয়ে আসে,
হারিয়ে তোমায় ফিরে পাওয়ার তরে।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)