সাহিত্য

শূন্যতা

শূন্যতা

মাঝে মাঝে ভাবনা আসে
যদি এই ঝড়ে আমি চলে যাই
তবে আমার কি কোন শূন্যস্থান তৈরী হবে?
রোজকার জামা-জুতা গুলো
ব্যাকপ্যাকের পানির বোতল, ছাতা
সব মিলিয়ে কোথাও কি জমবে শূন্যতারা?
মুনাজাতে দুয়া করি রোজ,
প্রশান্ত আত্না হয়ে ফিরে যেতে চাই
দীর্ঘরোগের কষ্ট নিতে চাই না
তবে আমার যাওয়াটা হুট করেই তো হতে পারে!
পরের দিনের রান্নার চিন্তে
অথবা অফিসের কাজগুলো,
আমার অপেক্ষায় থাকবে না।
হয়তো এই ঝড়েই ঝরে যাবে শুকনোপাতাটা
শেষবারের মতো হয়তো তার ও আগে!


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন