সাহিত্য

উদাস দুপুর

উদাস দুপুর
চেনা কথায় আজ অচেনা সুর কি বা কাছে কি বা দূর খানিকটা পথ হেঁটেই মনে হয় এ পথ অনেক বন্ধুর!   সুতোয় বাঁধা একটা ঘুড়ি উড়ছে আকাশ জুড়ে সুতো কাঁটা একটা ঘুড়ি আজো আমার হাতে!   হাঁটছি পথে একলা ঘোরে কাটছে উদাস দুপুর খানিক হেঁটে থমকে দাঁড়াই যদি ভাঙ্গে তোমার ভুল!  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)