সাহিত্য

প্রতীক্ষা নবায়ন

প্রতীক্ষা নবায়ন

 

তীব্র বাতাসের ঝড়ের মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে হয় কখনো কখনো,
আটপৌরে জীবনেও নাকে এসে লাগে অপার্থিব ভাষাহীন এক সুঘ্রাণ!
হাতছানি দেয় সে সুবাস শৈশবের এক ফুলেল বিকেল বেলা,
হলদে সোনালু ফুল রাশি রাশি বাতাসে ছড়ায় সদ্য কাদায় লেপা উঠোনে!
পূর্নতার মাঝেও কি যেন নাই নাই উদাসীন অজানা অসুখের বিলাসিতায় কাটে প্রহর!
প্রিয় দাম্পত্য, প্রিয়তমের উষ্ণতার মাঝেও কখনো খুব একা হয়ে যায় ভিতরের আমি!
সন্তানের কল্লোলের ফাঁক গলে একচিলতে ধূসর রোদ উঁকি দেয়,শীতের শেষে বসন্তের মতো!
সব আলাপন স্মৃতি,বিমুগ্ধতা বারবার কাকে যেন খুঁজে চলছে দিনমান!
অতীত-ভবিষ্যতের চাপে ফেরারী বর্তমানও, প্রশান্তি পেতে চায় তার আগমনী বার্তা স্মরণ করে।
প্রিয় কিছু মুখ অনেক অনেকদিন আর দেখবো না, ভাবলেই হৃদয়ে মুচড়ে ওঠে ব্যথায়,
তবুও ঠিকানা পেয়ে হয়তো সে প্রশান্ত হৃদয় বুনছে,সেই আবদার র'চি!
অবচেতন উদাসীনতায় আমরা তো তাঁর দিকেই কদম ফেলি রোজ!
প্রতীক্ষার শেষ কি এই পৃথিবীতে আদৌ আছে?


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)