সাহিত্য

শুকনোপাতার কাব্য-২২

শুকনোপাতার কাব্য-২২

Image result for dry leaf

তারে আমার সুখী মনে হয় 

যার কেউ না কেউ তো আছে 

তাকে বলা যায় যা কিছু প্রিয় নিজের

দেখানো যায়,এই যে আমার প্রিয় মুভি

এটা আমার প্রিয় কার্টুন 

এই যে আমার প্রিয় গান গুলি 

ঐ যে আমার নিঃশ্বাসের জায়গাটা

আমার এখানে থাকতে ভালো লাগে

ঐ মানুষটা বা মানুষ গুলো কে ভালো লাগে।

 

এমন কেউ থাকাটা মানে জীবনটা 

খুব খুব দামী,

আমার তা ই মনে হয়। 

তাই তো তারে আমার সুখী মানুষ মনে হয়

আদতে আগা গোড়াই হয়তো সে অসুখী। 

 

আসলে সুখটা কি? 

এককালে ভেবেছি,নিজের স্বপ্ন গুলোই সুখ

যা পূরণ হলে সুখ মিটে যায় 

আর অপূর্ণের সময় গুলো সুখানুভূতির সঞ্চয়।

 

কাল কালান্তরে কতোও কিছু বদলেছে

অথচ আজো আমি সুখী মানুষ দেখি 

যদিও সে বা তারা জানেনা কতোটা আর কতোভাবে সুখী মানুষ তারা। 

এখন তারে আমার হিংসে হয়

যার কেউ না কেউ তো আছে

যারে বলা যায় নিজের যা কিছু প্রিয় 

অকপটে! 

যার সনে সে গাইতে পারে হাসতে পারে

নির্ভয়ে নির্বিঘ্নে। 

তুমি সুখী মানুষ হে,বিশ্বাস করো। 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন