সাহিত্য

অবাঞ্চিত

অবাঞ্চিত
আঁধারের পাজর ভেঙ্গে বুভুক্ষের মত কেবল খুঁজেই গেল আনাড়ী অষ্টাদশী। একটা মিটমিটে জোনাকি, কিংবা একটুকরো মলিন জোছনা...   এই মিশমিশে আঁধারে, যেখানে নিজের ছায়াও খেলে লুকোচুরি, যেখানে নিজের অনুভূতিরাই সবচেয়ে বড় প্রবঞ্চক, সেখানে অবান্ধব আকিঞ্চনতায় আবিষ্ট বালিকা তিক্ত আবেগের মোহে কেবল খুঁজেই গেল একটুকরো প্রেম। একটুখানি স্পর্শ, এতটুকু মায়া...   অপরিণত অনুভূতির অতিশয্যে আরক্ত অনল আবেগে অস্তপ্রায় আদিত্যসম অবধারিত অস্তিত্বহীনতায় নিমগ্ন সে চাওয়া...

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)