সাহিত্য

স্বপ্নের কথা বলছি

স্বপ্নের কথা বলছি
10413367_732092016831814_6272165197425173594_n   প্রতিটি ভোর আসে নতুন নতুন স্বপ্নের রেণু ছড়িয়ে দিতে। আসমানের সফেদ রেখা মিলিয়ে রক্তিম আভা ছড়াতেই তার সাথে হয় স্বপ্নের সুষম বন্টন। স্বপ্ন টোকা দেয় আরব বাদশাহর বহুমূল্য শরাবদানিতে, রাজতন্ত্রের স্বর্ণাচ্ছাদিত সিংহাসনে,  নিস্পাপ খু...ের প্রলেপে ঝকমকিয়ে ওঠা স্বৈরাচারের বেদিতে। স্বপ্নের কোনো শ্রেণীভেদ নেই। আছে কি? স্বপ্ন তো জমিনের আনাচে কানাচে ছড়িয়ে আছে। সোমালিয়ার জিবন্ত মানব কঙ্কাল শিশুটি, আজরাঈলের ঘ্রাণে যার চোখ মুদে আসছে অসহ্য ক্লান্তিতে, স্বপ্ন জ্বলজ্বল করছে তার চোখের তারাতেও! আর পাশেই প্রতিক্ষারত যে শকুন, তার চোখেও কি লোভাতুর স্বপ্ন নেই! অস্ত্রের ঝনঝনানিতে কিংবা রাসায়নিক বোমার আঘাতে বিক্ষত শহরের প্রান্তে দাঁড়ানো কিশোরের চোখেও আছে স্বপ্ন। প্রচন্ড আক্রোশেও সে স্বপ্ন ঝুর ঝুর করে ভেঙ্গে পড়ছেনা ধ্বংসাবশেষে পরিণত হওয়া দালানগুলোর মত। স্বপ্নের আছে আশ্চর্য ক্ষমতা__ যা বাঁচিয়ে রাখছে ফিলিস্তিনি মাকেও, প্রতিদিন যার সন্তানেরা কুরবান হয়ে যাচ্ছে মিসাইলের আঘাতে। স্বপ্নকে আমি দেখেছি অসীম শক্তিতে জ্বলে উঠতে উদ্ধাস্তু শিবিরের ভাঙ্গা তাবুর সামনে দাঁড়ানো যুবকের চোখে। প্রতিটি স্বপ্নের আছে দাবী, তরুণীর মেহেদীরাঙ্গা হাত যে দাবীতে তুলে দিতে পারে কালাশনিকভ। অনীকের কপালে বেধে দিতে পারে মুক্তির পয়গাম। তার; এক ভয়ংকর স্বপ্নের কথা বলছি, যাকে বাঁচিয়ে রাখতে সিনা পেতে দেওয়া যায় আজরাঈলের সম্মুখে। যে স্বপ্নের কথা প্রথম উচ্চারিত হয়েছিল এক উম্মি লোকের জবানে; সমস্ত স্বপ্নদের ছাপিয়ে রক্ত সাগর মাড়িয়ে সে স্বপ্ন কেমন তীব্র গতিতে ধেয়ে আসছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)