প্রতিটি ভোর আসে নতুন নতুন স্বপ্নের রেণু ছড়িয়ে দিতে।
আসমানের সফেদ রেখা মিলিয়ে রক্তিম আভা ছড়াতেই
তার সাথে হয় স্বপ্নের সুষম বন্টন।
স্বপ্ন টোকা দেয় আরব বাদশাহর বহুমূল্য শরাবদানিতে,
রাজতন্ত্রের স্বর্ণাচ্ছাদিত সিংহাসনে,
নিস্পাপ খু...ের প্রলেপে ঝকমকিয়ে ওঠা স্বৈরাচারের বেদিতে।
স্বপ্নের কোনো শ্রেণীভেদ নেই।
আছে কি?
স্বপ্ন তো জমিনের আনাচে কানাচে ছড়িয়ে আছে।
সোমালিয়ার জিবন্ত মানব কঙ্কাল শিশুটি,
আজরাঈলের ঘ্রাণে যার চোখ মুদে আসছে অসহ্য ক্লান্তিতে,
স্বপ্ন জ্বলজ্বল করছে তার চোখের তারাতেও!
আর পাশেই প্রতিক্ষারত যে শকুন,
তার চোখেও কি লোভাতুর স্বপ্ন নেই!
অস্ত্রের ঝনঝনানিতে কিংবা রাসায়নিক বোমার আঘাতে
বিক্ষত শহরের প্রান্তে দাঁড়ানো কিশোরের চোখেও আছে স্বপ্ন।
প্রচন্ড আক্রোশেও সে স্বপ্ন ঝুর ঝুর করে ভেঙ্গে পড়ছেনা
ধ্বংসাবশেষে পরিণত হওয়া দালানগুলোর মত।
স্বপ্নের আছে আশ্চর্য ক্ষমতা__
যা বাঁচিয়ে রাখছে ফিলিস্তিনি মাকেও,
প্রতিদিন যার সন্তানেরা কুরবান হয়ে যাচ্ছে মিসাইলের আঘাতে।
স্বপ্নকে আমি দেখেছি অসীম শক্তিতে জ্বলে উঠতে
উদ্ধাস্তু শিবিরের ভাঙ্গা তাবুর সামনে দাঁড়ানো যুবকের চোখে।
প্রতিটি স্বপ্নের আছে দাবী,
তরুণীর মেহেদীরাঙ্গা হাত যে দাবীতে
তুলে দিতে পারে কালাশনিকভ।
অনীকের কপালে বেধে দিতে পারে মুক্তির পয়গাম।
তার; এক ভয়ংকর স্বপ্নের কথা বলছি,
যাকে বাঁচিয়ে রাখতে সিনা পেতে দেওয়া যায়
আজরাঈলের সম্মুখে।
যে স্বপ্নের কথা প্রথম উচ্চারিত হয়েছিল
এক উম্মি লোকের জবানে;
সমস্ত স্বপ্নদের ছাপিয়ে
রক্ত সাগর মাড়িয়ে সে স্বপ্ন কেমন তীব্র গতিতে ধেয়ে আসছে,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
সাহিত্য
স্বপ্নের কথা বলছি
ব্লগটি লিখেছেন: balika
| ২০ সেপ্টেম্বার ২০১৪
প্রতিটি ভোর আসে নতুন নতুন স্বপ্নের রেণু ছড়িয়ে দিতে।
আসমানের সফেদ রেখা মিলিয়ে রক্তিম আভা ছড়াতেই
তার সাথে হয় স্বপ্নের সুষম বন্টন।
স্বপ্ন টোকা দেয় আরব বাদশাহর বহুমূল্য শরাবদানিতে,
রাজতন্ত্রের স্বর্ণাচ্ছাদিত সিংহাসনে,
নিস্পাপ খু...ের প্রলেপে ঝকমকিয়ে ওঠা স্বৈরাচারের বেদিতে।
স্বপ্নের কোনো শ্রেণীভেদ নেই।
আছে কি?
স্বপ্ন তো জমিনের আনাচে কানাচে ছড়িয়ে আছে।
সোমালিয়ার জিবন্ত মানব কঙ্কাল শিশুটি,
আজরাঈলের ঘ্রাণে যার চোখ মুদে আসছে অসহ্য ক্লান্তিতে,
স্বপ্ন জ্বলজ্বল করছে তার চোখের তারাতেও!
আর পাশেই প্রতিক্ষারত যে শকুন,
তার চোখেও কি লোভাতুর স্বপ্ন নেই!
অস্ত্রের ঝনঝনানিতে কিংবা রাসায়নিক বোমার আঘাতে
বিক্ষত শহরের প্রান্তে দাঁড়ানো কিশোরের চোখেও আছে স্বপ্ন।
প্রচন্ড আক্রোশেও সে স্বপ্ন ঝুর ঝুর করে ভেঙ্গে পড়ছেনা
ধ্বংসাবশেষে পরিণত হওয়া দালানগুলোর মত।
স্বপ্নের আছে আশ্চর্য ক্ষমতা__
যা বাঁচিয়ে রাখছে ফিলিস্তিনি মাকেও,
প্রতিদিন যার সন্তানেরা কুরবান হয়ে যাচ্ছে মিসাইলের আঘাতে।
স্বপ্নকে আমি দেখেছি অসীম শক্তিতে জ্বলে উঠতে
উদ্ধাস্তু শিবিরের ভাঙ্গা তাবুর সামনে দাঁড়ানো যুবকের চোখে।
প্রতিটি স্বপ্নের আছে দাবী,
তরুণীর মেহেদীরাঙ্গা হাত যে দাবীতে
তুলে দিতে পারে কালাশনিকভ।
অনীকের কপালে বেধে দিতে পারে মুক্তির পয়গাম।
তার; এক ভয়ংকর স্বপ্নের কথা বলছি,
যাকে বাঁচিয়ে রাখতে সিনা পেতে দেওয়া যায়
আজরাঈলের সম্মুখে।
যে স্বপ্নের কথা প্রথম উচ্চারিত হয়েছিল
এক উম্মি লোকের জবানে;
সমস্ত স্বপ্নদের ছাপিয়ে
রক্ত সাগর মাড়িয়ে সে স্বপ্ন কেমন তীব্র গতিতে ধেয়ে আসছে,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1809 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1707 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1550 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1546 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1500
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
একজন পাগল, যে বদলে দিয়েছিল পাগলের সংজ্ঞা
বালিকা
১৭ আগষ্ট ২০১৫
এই কবিতার কোনো নাম নেই
বালিকা
৬ জুলাই ২০১৪
কোনো এক বিপ্লবীকে...
বালিকা
৬ জুলাই ২০১৪
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)