সাহিত্য

চোরাবালি

চোরাবালি

 

পায়ের নিচ থেকে বালিগুলো হারিয়ে যেতে যেতে আবারো অনুভব করলাম তোমায়;
তোমার সম্মোহনী চাহনিতে, চোখ নামায়ে নিলাম বরাবরের মতো,
তোমার সম্মুখে আমার এই অসারতা শুরু থেকে আজও যে শামুক বন্দি।।

চলার পথে তোমার সেই চোরাবালি পথে বারবার থমকে দাড়িয়ে, নিজেকে খুজেঁ নিতে আমার যে সেই আজন্ম সংর্কীণতা।

চোরবালি মনে বিধেঁ যাওয়ার যে দুঃসহ অসহ্য অনুভূতি আর তার অপরিণামদর্শী ফলাফল তাতো তুমি বেশ ভালোই জানো।

তবুও কেনো জানি, তোমার সেই নিমিষেই তলিয়ে দেয়া অপ্রতিরোধ্যতাকে, মন ভেজানো স্পর্শে নতুন করে বেচে থাকার মানে বানিয়ে নিতে চাইলাম।

দীর্ঘ বিরতির জানা-শোনার এই পর্যায়ে থমকে দাড়িয়ে, আমার পিঠ জুড়ে বেয়ে পড়া তীব্র ঘামের স্রোতের অনুভূতি হীন ছুটে চলায় শিউরে উঠলাম।

ও,বুঝি তোমার অভিমান ছিল..!!!

তোমার হারিয়ে যাওয়া প্রতিটি ধারার অসমাপ্তিকর চলাচল ধরে আবারো চলতে শুরু করলাম তবে;

চোরবালি পথে হাটার সেই স্পর্ধা যে তোমার সেই মন ভোলানো শব্দ মূর্ছনা থেকেই পেয়েছি।।

অনুমতি দিলাম,তোমার সামদ্রিকতার প্রতিটি স্পর্শ ছুঁয়ে যাক,আমার অস্তিতের প্রতিটি অনুভূতিকে।।

আজ না হয় লজ্জার মাথা খেয়ে খুলে বলেই দেই,
"ভালবাসি তোমায় "!!

#সমুদ্রবিলাস
#ভালবাসা


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন