অনির্ধারিত

মৌনতা..

মৌনতা..

বালিকার সে এক অরূপ মৌনতা,
তিলে তিলে গ্রাস করে যায় আমায়;

যতই তার দিকে মেলে ধরি বৃষ্টি ঢাকা শতদলের ছাতাটা,
ততই যেনো উথাল পাতাল হাওয়া হয়ে উড়িয়ে দেয় আমায়;

পাংশু মেঘের ঘোর অমানিশা কাটে না তার মুখের,
আজব-জবর এক সন্ধ্যা নামায় ক্ষণে ক্ষণে;

শ্রাবণ মেঘের দিনে কদমগুচ্ছ গুজে দিলাম তার অলকে,
চেয়েছিলাম তার চুলের সেই তিমির রঙটা মুহূর্তেই বদলে যাবে,
রঙটার পাল্টালো বটে,তবে হার মেনে গেলো তার অলীক দৃষ্টি কাছে;

আলুথালু দৃষ্টির সীমানা যেনো ছাড়িয়ে গেছে মহাবিশ্বকে,
দৃষ্টির গভীরতার পরখে আজ না নাই বা গেলাম,
কে জানে আটলান্টিকের গভীরতায় না আবার ডুব দিতে হয়;

অলক্ষ্যের সন্ধানে তির তির করে তার পথচলা,
ভাবনায় ডুবিয়ে দেয় অন্ততকালের;

নিজের অসীম ক্ষমতার তরে আরো একটিবার দ্বিধান্বিত হয়ে চোখ তুলে তাকালাম;

ঠিক ক্ষুদ্রতা নয়, বৃহার্থের শিকলে সে যেনো আরো একবার বন্দী করলো আমায়;

মুখের শ্রীতে নয়,কাজল-কালো কোন চোখের তরে নয়,
আমি নত হই তার শীতল দৃষ্টির তরে;

হাতের মুঠোয় পুরে তাকে যে তবে ধারণ করা ভার;

নীল প্রজাপতিদের অবাধ আনাগোনা তার চোখের তারার দেশে;

এক মুঠো ঝিরিঝিরি হাওয়ায়
তাই আজ অনুচ্চস্বরে বলেই দিলাম তারে,

"যাও বালিকা,আজ থেকে তবে মুক্তি তোমার!!"


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)