সাহিত্য

ভালোবাসার সুর

ভালোবাসার সুর

কিছু সুর ঘিরে থাকে ভুলিয়ে রাখে 

মত্ত করে রাখে আমার আমি তে 

অমন কিছু সুর কিংবা একটা সুর 

উদার করে ডাকুক আমাকে 

রোজ করে হলেও একটিবার।

তুমি যখন অবুঝ তখন আমার হয় বুঝ

তোমার আকাশে তাঁরা হলেও দোষ 

অথচ একটাই আকাশ আমার আর তোমার

একটাই রৌদ্দুর আমাতে তোমার তোমাতে আমার।

একটু একটু করে ঢেউ এর তালে 

কাগজের নৌকো হয়ে ভীড়ে তোমার তীরে

তুমি কখনো হাত বাড়াও কখনো হাতে ঠেলে দাও

আবার ভাসি ঢেউ এর তোড়ে ভিজে যাই

শুধু ডুবে যাওয়া হয় না এটুকুও প্রাপ্তি। 

ভালো থেকো আমার রৌদ্দুর

থেকো আমার তীর হয়ে 

আমার ই জলের গান হয়ে

আমার জন্যে হয়ে ভালোবাসার সুর।  


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন