বিবিধ

ইছ ছিরে !! দীবার মতন !!

ইছ ছিরে !! দীবার মতন !!
আজকে দীবা রাণী  আম কাটতে গিয়ে আঙ্গুলটাই কেটে ফেলেছে ।  পুরো আঙ্গুল গোল হয়ে কেটে একটা কোনা কোনরকমে ঝুলে ছিল কেবল ।  দীবার মা সেই ঝুলে পড়া অংশটুকু, থেকে যাওয়া অংশের সাথে  চেপে ধরে এক দৌড়ে মহেশ ডাক্তারের কাছে গেল এই মাত্র । রুমার মা , পূজার মা , ঝিনুকের মা , রুমা , পূজা , ঝিনুক এরা সবাই রাস্তায় গোল হয়ে আঙ্গুল কর্তন প্রক্রিয়া নিয়ে আলাপ চারিতায় ব্যস্ত যখন , তখন  তুলি  চুপচাপ গাছ তলায় দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে , দীবার রক্ত লাল... দীবার রক্ত লাল !  অথচ এতদিন তুলির চিন্তাটা ছিল অন্যরকম কিছু । খুবই ঝাপসা ঝাপসা , ধোঁয়া ধোঁয়া । তুলির মা বলে , তুলির চেহারা নাকি একেবারে ´´দিদি তেরা দেবার দিওয়ানার´´ মাধুরীর মত ।  শুধু মা না , তুলির ছোট খালামনি , রোশনি ফুপু,নানী  এদের সবার  ধারণা  , মাধুরীর হাসি আর তুলির হাসি এই বয়সেই  একদম এক  রকম ।  তাহলে বড় হলে কি অবস্থা টা হবে ? সেদিন ছোট খালামণি  তুলি চুল আঁচড়াতে চায়নি বলে মুখ ভেংচে বলেছিল , -এই মেয়ে মাথা আঁচড়াস না ক্যান ? চুলের একি অবস্থা ! কয়দিন পর এত সুন্দর সিল্কী সিল্কী চুলগুলা যখন কোঁকড়ার কোঁকড়া হবে দীবার মতন , তখন খালি আফসোস করবি , ক্যান যে মাথা আঁচড়াইতাম না ! তুলি প্রতিদিন গোসল করতে পছন্দ করেনা । কিন্তু মা ঠিক একটা নিষ্ঠুর মহিলার মত তুলিকে ছোবা দিয়ে ঘষে ঘষে গোসল করায় প্রত্যেকটা দিন ।  ´´খালি রইদে রইদে ঘুরোস সারাদিন ...সারাদিন খালি খেলার তাল ! চামড়াটা পুইড়া কয়লা হইয়া যাইতেছে কোন চিন্তা নাই !  ছেমড়ি , দুইদিন পর মাধুরী ছুইটটা দীবা হবি  !´´ তুলির মামীর একটা মেয়ে হয়েছে গত পরশু , আর নানী আজও মাকে ফোন করে আক্ষেপ করেছে । মেয়েটা বাপের মত কার্ত্তিক কাটিং চেহারার কিছুই পেলনা । মায়ের চেয়েও কালো কুৎসিত হয়েছে। ঠিক যেন তুলিদের পাশের বাসার দীবার মত খ্যাঙরা কাঠি আর কুচকুচে কালো । যদি কখনো তার ছেলের মত বোকা কোন ছেলেকে পটাতে পারে তাইলে  ভাল বিয়ে হবে... নাহলে  এর বিয়ে দিতে জান বের হয়ে যাবে ! রোশনি ফুপুর নাচের ক্লাসে একটা ভীষণ ঝগড়াটে মেয়ে আছে । কিছু হলেই নাকি  শয়তানের মত চেহারা করে তেড়ে মেড়ে  আসে ঝগড়া করতে । নাচের স্যার রোশনি ফুপুর নাচ  একটু বেশি পছন্দ করে আর এইটা, ওই মেয়ে সহ্যই করতে পারেনা।  তুলি জিজ্ঞেস করলো , -ফুপু , মাইয়াটা কি অনেক সুন্দর ?   -ইছ ছিরে !  সুন্দর ! পুরা দীবার মত সুন্দর ! - ও ।  পুজার বানী পিসির গায়ে হলুদে সব বাচ্চারা সেজে গুজে ফুলপরী হয়ে এসেছিল । সবাই মিলে নাচ করবে একটু পর ।  দীবাও  একটা ভীষণ হলুদ শাড়ি পরে , হলুদ চুড়ি  পরে হাসতে হাসতে ঢুকল । পূজার আরেক পিসি চন্দনা বলল , হায় হায় দীবা রাণী , এইরহম ভূতের বাচ্চার মত তরে ক্যাডা সাজায় দিছে রে ? দীবা রাণী  সাথে সাথে মাথা নিচু করে তার কালো চেহারা আরও দ্বিগুণ কালো করে বলল , ´´ মা ।´´ কিছুদিন আগে ভাঙ্গা কাঁচে তুলির পা কেটে গেলে দাদী চিৎকার করে বলেছিল , ´´এহ হেরে কতডি রক্ত বাইরাইছেরে ! সাদা পাওডা গেছে এক্কারে লাল টকটকা হইয়া !´´ এতকাল  তুলির ভাবনায় ছিল , বুঝি তার রক্তের রঙই লাল...আর আজকে অবাক হয়ে দেখল , দীবার রক্ত লাল ! টকটকে লাল !     

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ