সাহিত্য

অসমাপ্তি কাব্য

অসমাপ্তি কাব্য

 

সব সমাপ্তির কি থাকে পরিণতি!
বৃষ্টির ফোটা টিনের চালে পতনের আগে,
লেখা সব কথা আমি শুনেছি।
জানো,তোমার লেখা কবিতা পুরো,
কখনো শেষ করতে পারিনি,
সেদিনের যে উপন্যাসটা লিখেছো তুমি,
অসম্ভব সুন্দর তার প্রতিটি অধ্যায়,
শেষ অধ্যায় তুলে রেখেছি,
আজো বইয়ের পাতা খুলে পড়ার সাহস হয়নি।
আমি তোমাকে নিবিড় করে পেতে চাইনি,
অসমাপ্ত থাক না!
একটা সমাপ্তির খুব কি বড়ো প্রয়োজন বলো...
শৃঙ্গারের সপ্তসুরের কি পৌছাতেই হবে,
এর আগে কি একটা বড়ো পূর্ণচ্ছেদ পড়তে নেই...!!
কান্নার শেষ ফোটা টপ করে কপোলে পড়তে দিতে চাইনি কখনো,
দেইনিও কখনো পরাজিত হতে নিজেকে।
দিন শেষে রাত আসার আগে,সন্ধ্যা কেমন?
রাতের শেষে সকাল আসার সময়, সময়টুকুই, একান্ত আমার লাগবে।
দিন-রাতের সমাপ্তি শেষে,
মহা পরিসমাপ্তি দিনেও তোমাকে আমার চাই।
সেদিনের উপসংহার আমিই টেনে দিবো,তোমার উপন্যাসে।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)