সাহিত্য

বিশ্বাস ভাঙ্গার কষ্ট,তবুও

বিশ্বাস ভাঙ্গার কষ্ট,তবুও

 

আশ্বাস পাবার পর,সেদিন
অপলক নয়নে যদি হাসে ওই চাঁদ
ছাড়পোকা নিঃশব্দে চুষে নেয়,
রক্ত আর ভালোবাসার সব আস্বাদ!

অকপট মিথ্যা বাতচিত করে,
শিথানে এলায়ে শরীর, আড়মোড়া দিয়ে
সব কালো যদি ভালো হয়,একদিন,
এলোকেশী যদি মেঘের দেশে
হারায় একদিন,খুঁজবে তুমি বলো!

অন্ধকারে বকবকানি,
সাদাকালোর ঝলকানি তবুও,
ফির হপ্তাহ,বছর যায়,
কবিতার প্যাডে লেখা হয়,
শ্রাব্য-অশ্রাব্য কতো গীত,
বিশ্বাসের কি যায়,আসে?


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)