সাহিত্য

রোদ

রোদ

#রোদ

একটা ভীষণ খটখটে দুপুর,
সবাই খুব তীব্র ভাষায় তার পিণ্ডিপাত করছিল।
রৌদ্রেরঝাঁজ কণ্ঠকে বাঁজখাই করে দিয়েছিল বটে;
কেউ খুঁজে দেখেনি রোদবিহীন সোনাফসল চোখ জুড়িয়ে দিতো কিরূপে?
কনকনে শীতে আবার সেই দুপুরকেই সবাই ভালোবেসে জড়িয়ে নিয়েছে ;
গ্রীষ্মের তপ্তকণ্ঠ তারা বেমালুম ভুলে গিয়েছে।
দুপুরের বুকে একটা কুঠুরি আছে,
তার অন্দরমহলজুড়ে-
আপনার সব উপহার স্তরে স্তরে সাঁজানো।
কথার মালার শুকনো ফুলগুলোও সযত্নে রেখে দিয়েছে,
আপনার তিক্ত উপহার তাকে মিঠে আরামদায়ক রোদ হতে শিখিয়েছে।
তার বুকের ভেতর আলোকিত স্বর্ণাভ দিক অজানা থাকুক;
আপনার জন্য ভালোবাসা,
আপনাকে ধন্যবাদ। 

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন