সাহিত্য

ভালোবাসা

ভালোবাসা

 

একটি চায়ের কাপে,
বাক্সবন্দী অজস্র ঠিকানা বিহীন অবিন্যস্ত চিঠিতে,
দখিনের জানালায় অথবা;
জায়নামাজের ঠিক সিজদার জায়গায়
তোমার পরশমাখা ঘ্রাণে পুনরায় সিজদাবনত হওয়া,
শখের বাগানে ঝরাপাতার সুর
আর বৃন্তচ্যুত ফুলের কান্নায়,
তবুও বেঁচে রয় ভালোবাসা।
নগরীর ব্যস্ততায়,
কিংবা রাতের নিস্তব্ধতায়।
খুঁজে পাবে ভালোবাসা,
শেষ রাত্রির আকুল অঝর আবদারভরা প্রার্থনায়।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন