সাহিত্য

সবুজ বৃক্ষের গান

সবুজ বৃক্ষের গান

খুব বিষন্নতার শহরে,
খুব কোলাহলে,অচেনা সময়ে,
কোন এক সবুজ বৃক্ষের গান,
প্রশান্তি দেবে উত্তপ্ত হৃদয়কে।
খুব চেনা পায়ে হেটে এসে,
দাড়াবো বনানীর ছায়।
শির উঁচু করে তাকাবো
শাখা-পল্লবে ঘেরা তরু ছাউনিতে,
চড়ুই,টুনটুনির সংসার পেতেছে যেথায়।
ডাল-পালার প্রাচীর ভেদ করে আসা, রবির কর যেন, আলো আর কালোর বুননে গেঁথেছে  রূপকথা!
অনন্ত কাল ধরে হয়ত আষ্ঠেপৃষ্ঠে বেঁধে আছে গল্পেরা এখানে।
নিষন্ন পাতারা হাসে ফিকফিক,কেউবা ঝরে দিকে দিক।
শুকনো পাতা বিজন বন,আপন হারা মন হয় দিশেহারা!
টুপটাপ বৃষ্টি! জল ভরা মাতাল বন,ভাসুক কষ্ট।
অনাসৃষ্টি,ছন্নছাড়া আমার অভিধানের শব্দমালা,
গাছেদের ওই পাতার মতো,ঝরে উড়ুক,ভিনদেশে যাক।
তবুও,ভালোবাসারা ভাষা খুঁজে পাক।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)