সাহিত্য

বৃষ্টিস্নাত প্রার্থনা

বৃষ্টিস্নাত প্রার্থনা

ক্লান্তিতে বেহুশ মুসাফির,
একটুকু বৃষ্টির আশায়,
বুকের ছাতি ফাটে।

ব্যথা, তীব্র যাতনায় অচেতন,
শরীরে শেষ শক্তিটুকু লীন,
গ্রীষ্মেরর দাবাদহে পুড়ে,
তাঁর হৃদয় মন।

রাত্রি শেষে যখন চোখ,
নিমীলিত করে তাকায় পথিক,
ঝড়ের মুহূর্ত শেষে,
বৃষ্টিস্নাত ধরা!
কী অপরূপ সাজে নাইয়েছে নিজেকে,
ধূলায়-মলিন মাঠ সিক্ত,
পিচঠালা পথ মসৃন,ঝমকালো!

ঈমানী হৃদয় মশগুল,
প্রভুর নিরব প্রেমে,
সিজদায় পিয়ে গভীর সঙ্গোপনে!
হৃদয়ে বসন্তে নেমেছে,ধুয়েছে
সকল কালো-আধিয়ার।

কিন্তু,.....!
ক্লান্ত পথিক....
তৃষ্ণার মশক শূন্য পড়ে,
পাথেয় কুড়ানোর আগে ফুরিয়েছে দম,
বৃষ্টির আবে-হায়াত,ছুঁতে পায়নি হতভাগা!
মিলবে কি তাঁর কঠিন দিবসে,সরাবান তাহুরা!
শুধু,একফোটা!আকণ্ঠ নিবারণ করতে সকল তৃষ্ণা!

সাওমের মাস ডাকে হাতছানি দিয়ে আজও,
রামাদানের চাঁদ বুঝি হাসে, আবার আকাশে!
পথিক এবার ক্ষণকাল দিয়ো না অবসর,
পাথেয় তোমার পুরা করে লও,তাকওয়ার সম্ভার।
দিক্বিদিক হতে ছুটে আসে,নতুন প্রভাতফেরী জীবনের!
ক্লান্তি,ঝরা-মৃত্যু অবসাদ দূরে যাক,প্রিয় রব পৌছে দিও
জীবনের নতুন রামাদানে


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)