সাহিত্য

চাই,সত্যি কি চাই

চাই,সত্যি কি চাই

হাতের মুঠোয় আঙ্গুলের ভাজে
মায়াবী রঙিন স্বপ্নের কারুকাজে,
আলুথালু কেশে,প্রিয় চেনাবেশে
পথের শেষে পাশাপাশি হেসে
নিরন্তর নিভৃত কুটিরে ভালবেসে।

ডানা ঝাপটানো পাখি,
উড়ে চলুক,না ভেসে বেড়াক
হলদে শাড়ি মায়া ভারী,
জড়িয়ে আছো,না রঙে ভেজাক

না-পাওয়ার অনুসঙ্গে ব্যথার তরঙ্গে
একচিমটি দূরে তবু মিছে রঙ্গে।
চপলতায় খেলে যায় খেয়ালি,
তৃপ্তির আশে গুনগুনিয়ে কাওয়ালী।
ব্যথা পায়,তবু আরো ব্যথা চায়,
নেশা নয়,তবু মোহে তাঁকে ছায়।

অনুরোধে ছুঁই পথের যতো ধূলো,
অনুরাগে গাই বেসুরো পদ্যগুলো।
মান-অভিমান সেতো বড়ো বেমানান,
চায়ের কাপে ধোয়ায় মিলায় সে অভিমান।
তবু,আমি কি জানি,এখনো?
চাই,সত্যিই কি চাই!

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)