সাহিত্য

নিষ্ঠুর প্রেমিকার হাতে স্বাধীনতা

নিষ্ঠুর প্রেমিকার হাতে  স্বাধীনতা

 

স্বাধীনতা, তোকে বুকে জড়িয়ে
আবেগের সুতীব্র মুহূর্তে হ... করব!
বিজয়,রমনীর স্তনে তৃষ্ণা মিটিয়ে ধীরে ধীরে বিষাক্ত বানে আঘাত হানব!
স্বাধীনতা,তোকে রক্তের দামে পুষে, আবার রক্তেই ছুড়ে দিব।

বিজয়,দীর্ঘ দিবস যেমন বিবস ছিলাম,তোর অপেক্ষায়,
আবার,শৃঙ্খলে পুড়ে হাসব উন্মত্ত হাসি।

স্বাধীনতা,"স্ব" টুকু আমার চাই,
"অ" টুকু না হয় জুড়ে দিবো।
চিৎকার করে, কণ্ঠ বিদীর্ণ করে,
খুঁজবে, তাঁকে পাবে না,আর।

কিন্তু,হায় তখন...!
কোথায় পাবে তাঁকে।
তুমি ঝঞ্জাল হয়ে আবার আস্তা কুড়ে গা-ঢাকা দেবে,
আবার শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করবে,
মুক্তিযোদ্ধার জন্য...


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)