পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

কচিকাঁচাগুলো ডাঁটো করে তুলি – ৪

কচিকাঁচাগুলো ডাঁটো করে তুলি – ৪

জেনে রেখো ইজাবুড়ি, জীবনটা এক মস্ত ধাঁধা
প্রত্যেকটা দিন নতুন রকম, প্রতি ধাপে তার গেরো বাঁধা।
ভালোবাসতে শিখাই তোমায়, মানুষ যত কাছের দূরের
বন্ধু ভাবতে বলি ওদের, যাদের সাথে মিলটা সুরের।

মা গো, তুমি ছুঁইয়ে দিলে ফুটবে দেখো রঙিন ফুল,
তার ঘ্রাণে হবে মনের খুশী, মাতবে রঙে প্রাণ আকুল।
তোমার কথায় কান্না ভুলে, হাসবে কোন ক্লান্ত মন
তোমার গানে শান্ত হবে, যে মন ছিলো উচাটন।

সব ফুলে মা মধু আছে, সব কাঠেতে গুণ,
আবার, ফুলেই থাকে বিষ মাদালী, কাঠের মাঝে ঘুণ।
মানুষ যারা খুব হিসেবি, আবেগ মাপার ক্যালকুলেটর
বলবে দেখো কুঁচকে ভুরু, এ কাজ করে লাভটা কি তোর?

চিন পরিচয় অল্প তবু, কি মতলবে বুলাও হাত
শুধু মায়ায় ফুরোবে কি, কষ্টে ভরা দীর্ঘ রাত?
উত্তর নেই অনেক কথার, সব মায়ারই নেই যে নাম
জানিস কারুর দুয়ার জবাব, তোর লেখা সে চিঠির খাম।

অনেক রাতে ঘুমটা ভেঙে, প্রশ্ন তোমার চোখ ভরা
হাত বুলিয়ে, কান্না মুছে, মায়ের হাতে হাত ধরা,
'কাঁদলে কেন আম্মু তুমি?', সে জবাবটাই দিচ্ছি দ্যাখ,
পাওয়ার ডালি শূণ্য আমার, জমার খাতায় হিসেব থাক।

(দেড় বছরের ছেলে, চার বছর বয়েসি বড় বোনকে 'ইজা' বলতো। খাদীযাহ'র অপভ্রংশ হিসেবে ইজা খুব খারাপ না, বরং শ্রুতিমধুর। মায়াবতী মেয়েটাকে ইজাবুড়ি বলে বেশ আরাম পাই। ডাকটায় দুইটা শিশুর ছোঁয়াই আছে, নরম, সুঘ্রাণময় দুইটা ফুলের। সত্যিকারের মানুষ হোক, সব শিশুরা।)

প্রথম পর্বঃ https://goo.gl/DjQvnp

দ্বিতীয় পর্বঃ https://goo.gl/DvBCNe

তৃতীয় পর্বঃ https://goo.gl/2iRBmC

পঞ্চম পর্বঃ https://bit.ly/30NDE8C

ষষ্ঠ পর্বঃ https://bit.ly/2JTBiOR

 

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩