উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)
করুণা
ব্লগটি লিখেছেন: nasrin-mahmud-sima
| ১৩ মার্চ ২০১৪

পর্ব-৫
রাত দশটা বাজতে চললো। সাহানা খন্দকার মেয়ে দুটোকে নিয়ে ছাদে উঠেছে। ওদের বাবা জোবায়ের খন্দকার বাসায় ফিরতে ফিরতে রাত এগারোটা, সাড়ে এগারোটা বেজে যায়। আজ আকাশটা বেশ পরিচ্ছন্ন আর জোৎস্না প্লাবিত। মৌমিতা মাঈশা ফিসফিস করেই চলেছে, সাহানা খন্দকার, নির্বিকার কন্ঠে,
-তোমরা আজ ভোরবেলা কোথায় গিয়েছিলে?
ওরা দুজনই চমকে ওঠে, বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকায়, মায়ের কাছ ঘেঁসে এসে দাঁড়ায়, মৌমিতা কাঁচুমাচু কন্ঠে,
-কেন মা! একথা কেন বলছো?!
-জানোনা কেন বলছি?
-চুপ হয়ে যায় ওরা, অনেক্ষণ চুপ থাকে।
সাহানা খন্দকার আবারো একইরকম কন্ঠে,
-এতো কৌতূহল ভালোনা, .......
মাঈশা অভিযোগের কন্ঠে,
-মা তুমি যাও, ঠিক আছে, কিন্তু বাবা সেদিন আমাদেরকে মিতালীর সাথে দেখে কতো রাগ করলো, ওর মন খারাপ হলোনা?
সাহানা খন্দকার মাঈশার মুখের দিকে তাকায়, বিস্মিত কন্ঠে,
-মিতালী কে?
মৌমিতা কিছুই বলেনা, মাঈশা নির্ভয়ে উত্তর দিয়ে চলেছে,
-ওমা জানোনা তুমি যাকে খাইয়ে দিলে, ওই তা মিতালী আমরা নাম দিয়েছি, কথাটা শেষ করে রাজ্য বিজয়ের হাসি হাসে। মৌমিতা রাগান্মিত কন্ঠে,
-মাঈশা মিথ্যা কথা বলবিনা, নামটা তো আমি দিলাম।
মাঈশা দুষ্ট হেসে,
-আমি সমর্থন না দিলে হতো!
সাহানা খন্দকার, বিরক্তভরা কন্ঠে,
-থামো তোমরা, তোমার বাবা ওকে দেখেছে?
মৌমিতা সম্মতিসূচক মাথা নাড়িয়ে মলিন কন্ঠে,
-মা ও তোমার কে হয়?
সাহানা খন্দকারের দৃষ্টিতে অশ্রু জমা হয়, ধরা গলায় বলে,
-বড় বোন!
মাঈশা মৌমিতা বিস্ময়ে বিমূঢ় হয়ে মায়ের মুখের দিকে তাকায়, একসাথে বলে ওঠে,
-আমাদের বড় খালামুনি!
সাহানা খন্দকার কঠোর কন্ঠে,
-না!
এদিকে চাঁদের লুকোচুরি খেলা শুরু হয়ে গেছে, মৌমিতা মাঈশা মায়ের কঠোর কন্ঠ শুনে ভয়ে চুপসে যায়। আর কথা বলেনা। চাঁদ যেন ওদের ভয় ভাঙ্গাতে প্রাণান্তকর ভাবে লুকোচুরি খেলছে মেঘের সাথে! চলবে........
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৩)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৩)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 978 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 935 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 830 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 807 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 798
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ

ভাই বড়ো ধন, রক্তের বাঁধন!
নীলজোসনা
৩ জানুয়ারী ২০২১

সে... এডুকেশনঃ বোকার রাজ্যে বসবাস
অর্ফিয়ুস
২৩ সেপ্টেম্বার ২০২০
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন

Pen friend
নাসরিন সিমা
১৮ জুন ২০২০

আবদ্ধ রুটিন
নাসরিন সিমা
২৮ মে ২০২০

ফাতিমা আল ফিহরি
নাসরিন সিমা
১৮ মে ২০২০

বৈশাখী সম্ভ্রম
নাসরিন সিমা
১৪ এপ্রিল ২০২০
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)