সাহিত্য

আপন আলোর কাব্য

আপন আলোর কাব্য

এই যে তারা বিহীন মেঘে ঢাকা নিকষ কালো আকাশটা
এ আঁধারটাই বড্ড আপন
ঠিক যেনো মায়ার মতো
জড়িয়ে ধরে যখন তখন
হারিয়ে যাবার গল্পের লিখন
তবু আঁধারটাই বড্ড আপন।

সন্ধ্যে নামা রাত্তিরের নিঃসীম মৌনতা
এ নিরবতাটুকুই বড্ড আপন
ঠিক যেনো সুখের মতোন
ক্ষণে হারায় ক্ষণে ফিরে 
তবু আশায় বসিয়ে রাখে 
রোজকার দুয়ারে
তবু এ নিরবতাটুকুই বড্ড আপন। 

 

বুঝি আলোর অভিমান হয় 

বুঝি সরবের কষ্ট বাঁধে বুকে

তবু সত্যিটুকু এই

আপন আলোর বলয়টা যে

বদলে গেছে সন্ধ্যে সাঁঝে 

তার গবাক্ষের আকাশ জানে

তোমার সাথে গল্পটা তার 

জমছিলো না রোজ বিহানে। 

 

তাই তো এখন আঁধার আপন

মৌনতাতে জুড়ে বাঁধন

শুধু গল্প শেষে হারিয়ে গেলো

শেষ বিকেলের সমাপ্তি কাহন। 

 

এখন এই নিরবতা আর আঁধার ক্ষণ

বড্ড বেশিই আপন।  

 

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন