পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

সন্তানের ভবিষৎ

সন্তানের ভবিষৎ
প্রতিটা বাবা-মায়ের কাছেই তাদের সন্তান তাদের সবচেয়ে প্রিয় তাতে কোন সন্দেহ নেই । যখন বাবা-মা সেই প্রিয়দের ভবিষ্যৎ গড়েন কেবল দুনিয়ার জাঁকজমকপূর্ণ জীবন ও ইজ্জতের জন্য তখনই প্রশ্ন জাগে ......।? সন্তানের সামান্যতম কষ্ট যে বাবা-মা সহ্য করতে পারেন না কাল কেয়ামতের দিন যদি এই প্রাণের সন্তান আল্লাহর কঠিন আজাবের মুখোমুখি হবে তখন কি করে সহ্য করবেন!  কিছু পরিবারকে দেখি ঃ ১।বাবা-মা নাযাযী অথচ সন্তান সূরা ফাতেহা ই জানে না, নামায পড়াতো দূরের কথা। অথবা কোরান পড়তে জানে যথেষ্ট সূরাও এক কালে মূখস্থ্য করেছে কিন্তু বেনামযি সন্তান তাতে বাবা-মা নির্বিকার। ২। মা বোরকা পরে ঘুরে বেড়াচ্ছেন অর্থেক শরীর ঢাকা বাড়ন্ত মেয়ে নিয়ে। ৩। ছেলে মেয়েকে দুনিয়াবি শিক্ষা দেবার জন্য হাজার হাজার টাকা খরচ করে নামী-দামী স্কুল কলেজে পড়াচ্ছেন। ইসলামিক স্কুলে সন্তান পাঠানোর চিন্তাই করতে পারেন না কারন ......? ৪। স্কুলের পাশা পাশি বাড়তি যোগ্যতার জন্য গান-নাচ, কারাতে, আর্ট ক্লাস বিভিন্ন কিছু শেখাচ্ছেন অঢেল টাকা খরচ করে। ইসলাম শিক্ষা বা কুরান শেখানোর জন্য সময়ের তখন বড্ড অভাব। ৫। সন্তানের মনোরঞ্জনের জন্য সামর্থ্য থাকুক বা না থাকুক ডিস, ল্যা প টপ, আইফোন বিভিন্ন device সহ স্বাধীনতা দিয়ে তাদেরকে চার দেয়ালে বন্ধী করার চেষ্টা চলে। বাবা-মা পার্টি বা সামাজিক বিভিন্ন অনুষ্টানে যোগদান করেন সন্তান দেরকে তাদের সবচেয়ে প্রিয় ইলেক্ট্রনিক্সের কাছে জিম্মি রেখে। বিশ্বস্ত্ বেড়ালের কাছে মাছ পাহারা দিয়ে যেমন মালিক মনে করে বেড়াল মাছ খাবেন না, বাবা মা ও তেমনি মনে করেন তার বিশ্বস্থ্ সন্তান কোন পাপাচারে লিপ্ত হবে না। আর এই অন্ধ বিশ্বাস এর সু্যোগ নিয়ে শয়তান যে কবে কিভাবে সন্তানদের কে পাপাচারে লিপ্ত করে ফেলে বাবা-মা বেমালুম বুঝে উঠতে পারেন না। ৬। বাবা-মায়েরা সারাদিন কুরান হাদিস পড়া বা লেকচার সমগ্র শুনতেই বা অন্যদের বুঝাতে ব্যস্ত থাকেন কিন্তু সন্তানদের সাথে আলোচনা করার বা তাদেরকে বুঝানোর বা তাদেরকে বুঝার জন্য সময় বের করতে পারেন না। ৭। ব্রান্ডেড জিনিস প্রীতি বা স্ট্যাটাস প্রীতি বা ফ্যাসন প্রীতি এত সুক্ষভাবে বাবা-মা তাদের সন্তানের ভেতর বুনে দেন যে ইসলামিক জীবন যাপনে অভ্যস্থ অন্য মানুষদের তারা তাদের বাবা-মায়ের মতো ই মনে করতে থাকে ক্ষ্যাত! ............পয়েন্ট কিছু তুলে ধরার উদ্যেশ্য নিজেকে এবং অন্যদের স্মরণ করিয়ে দেয়া এই ভূলগুলো না করা ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩

লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
সুজির কেক

সুজির কেক

লিপি

১২ মার্চ ২০১৪