সাহিত্য

রাত্রি বলে 'আয়'

রাত্রি বলে 'আয়'

চোখের পরে ক্লান্তি এলে সুপ্তি ভীরু পা'য়

কল্পলোকের স্বপ্ন নিয়ে গল্প এঁকে যায়।

জাগর আঁখি ডাগর ডাগর দিনের ব্যস্ততায়

নিদ্রা ভোলে হট্টগোলে রাতের অপেক্ষায়।

আবার হঠাৎ তন্দ্রা এলে কাজের অন্তরায়

চোখটি মেলি, মুখ লুকোব রাতের কলিজায়।

দিনের আলো সঙ্গী হয়ে কাজের হিসাব চায়,

নরম দু'টি হাত বাড়িয়ে রাত্রি বলে 'আয়'।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন