হুমম!
এ আমার নবম দিন। এ ব্লগে নিবন্ধন করার পর আজ হল নবম দিন। এ ক'দিন ঘুরে ফিরে দেখছিলাম ব্লগযানটিকে।
বেশ সাজানো-গোছানো পরিবেশ। প্রত্যেকটি পোস্ট চিন্তাশীল মনের বহিঃপ্রকাশ। অনুপম শব্দের বুননে বিকশিত বোধের প্রতিলিপি এক একখানা পোস্ট। কিছু পোস্ট চিন্তা ও মননের নতুন দিগন্ত খুলে দিতে চায়। কিছু পোস্ট আটপৌরে জীবনে সাবলীলতা ও স্বাচ্ছন্দ্যের পথ দেখায়। লক্ষ্যের অবিচলতায় সম্ভাবনার কথা বলে কিছু পোস্ট। আর গল্প-কবিতা তো আছেই। সব মিলিয়ে প্রত্যেকটি পোস্ট পাঠককে আনন্দ দেয়। পোস্টগুলো আবার এক একটি কামরাতে সুশৃঙ্খলভাবে সাজানো। কোন অহেতুক হট্টগোল নেই। বেশিরভাগ সময়ে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙ্গে দিয়ে আবার কখনও শোনা যায় ব্লগযানের ক্কোন সহযাত্রীর আন্তরিক কন্ঠ।
এ ব্লগ দারুন। উইমেন এক্সপ্রেস ব্লগযান ঝিক-ঝিক করে এগিয়ে চলুক। তার জন্য শুভকামনা। শুভকামনা আমার জন্যও। আমি এর এক নতুন যাত্রী।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)