সাহিত্য

দিনান্তের অংশবিশেষ

দিনান্তের অংশবিশেষ

সব কিছুর পরেও কিছুটা সময় নিজের জন্যে রেখো 

মাঝে সাঝে আলোর ভীড়ে আঁধার রেশটুকু খুঁজো 

আর কখনো যদি একটুখানি সময় হয় 

তবে সুযোগ দিও মনটা কে 

যেনো সে হতে পারে ডানা মেলা পাখি অবনীলের বুকচিরে।  

 

তোমার সময়টুকু থাকে তোমাকে ঘিরেই

তাই পকেটের এক কোণে আয়না রেখো বটে

যেনো আটপৌরে সময়ের তীব্র স্রোত 

মুছে না ফেলে দু'পাশ-এক পাশের টোল টা কে! 

 

দুঃখ যদি হয় সাগর তবে সুখ দু'মুঠো বা এক মুঠো হয় না 

তাই চলার পথে হুটহাট ফুলের হাসি দেখো

আর মুঠোয় পুড়ো কিয়দাংশ 

জমে থাকা দীর্ঘশ্বাসের দাপটে তা 

মিলিয়ে যাবে হাওয়ায় মিশে। 

 

 

ভালো থেকো মেঘলা দিনে আর আনন্দে থেকো রৌদ্দুরে

মাঝে মাঝে যেনো শঙ্খচিল হতে পারো 

কিংবা ভাটার কূলে থাকা লুকানো মুক্তদানা 

আর কখনো কিংবা রোজকার কড়চা দেখো

এবং সুপ্ত সুখের পাওনাটুকু কড়ায় গন্ডায় বুঝে নিও। 

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন