উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

আমরা লজ্জিত সত্যিই লজ্জিত

আমরা লজ্জিত সত্যিই লজ্জিত
এক মহিলা মামলা করতে থানায় গেলো। -- ওসি সাহেব আমি মামলা করতে এসেছি... : কেন?? কি হয়েছে?? . -- একটু আগে ৪ জন ছেলে আমার বাসায় ঢুকে আমাকে ধ... করে গেছে। : সে সময় আপনি কি বাসায় একা ছিলেন? . -- না, সাথে আমার স্বামীও ছিল। : আচ্ছা আপনি কি ধর্ষকদের কাউকে চিনেছেন? ধর্ষকদের কারো মুখে কি দাড়ি ছিলো? . -- না চিনি নাই... কারো মুখে দাড়ি ছিলো না। : ও... দাড়ি থাকলে আসামি বের করতে সুবিধা হতো। শিবির বলে ২-৪ টাকে ধরা যেত। তো আপনার কাছে কি ধ...ের কোন প্রমাণ আছে? . -- হ্যাঁ... আমার স্বামী দেখেছে। এলাকার অনেকেই দেখেছে। : এটা তো কোন প্রমাণ না। আপনার কাছে ঘটনার কোন ভিডিও ফুটেজ আছে? -- ভিডিও ফুটেজ আমি কোথায় পাবো ওসি সাহেব? . : মানে... যখন ধর্ষকরা আপনাকে ধ... করছিল, তখন আপনি বা আপনার স্বামী প্রমাণ হিসেবে তা মোবাইলে ভিডিও করে রাখতে পারতেন... -- কি বলছেন আপনি?? এই অমানবিক অবস্থায় আমি বা আমার স্বামী কিভাবে ভিডিও করবো? . : ওকে ওকে... তো আপনার বাসাটা যেন কোথায়? -- এইতো... থানার সামনের বাসাটাই। : ওহ... তাই বলেন। থানার বাইরে তো সিসি ক্যামেরা আছে। ক্যামেরায় আপনার বাসাও দেখা যায়। আমি তো আজ আপনার বাসায় কোন ধ... হতে দেখিনি। -- ওরা ধ... করেছে বাসার ভিতরে। এটা সিসি ক্যামেরায় আসবে কিভাবে? : এটা বুঝি না। যেহেতু সিসি ক্যামেরায় ধরা পড়েনি তাই ধ...ও হয় নাই। -- ওসি সাহেব আমার ডাক্তারি পরীক্ষা করলেই সব সত্য বের হয়ে আসবে। . : কোন লাভ নাই... আপনি এখন আসতে পারেন। -- ওসি সাহেব... আমি কি তাহলে ন্যায় বিচার পাবো না? আমি কি করবো তাহলে? : আপনি এক কাজ করতে পারেন... পরবর্তীতে আপনি ধর্ষিত হলে ধর্ষকদের হাতে-পায়ে ধরে বলবেন যেন তারা আপনাকে সিসি ক্যামেরার সামনে ধ... করে। . টিএসসি-তে শতশত মানুষ বস্ত্রহরণের এর সাক্ষী হলেও পুলিশ বলে কিছুই হয়নি। এদিকে দানবাধিকার মিজান সাহেব ও হলুদ মিডিয়া এখানে মৌলবাদের গন্ধ খুঁজে পাচ্ছে। আজ থেকে ৪৪ বছর আগের ধ... ঘটনার শোনা সাক্ষীর উপর ভিত্তি করে আজ বাংলাদেশে শাহবাগে মঞ্চ বসে, ফাঁসি হয়। কিন্তু শতশত চোখের সামনে ঘটে যাওয়া বস্ত্রহরণে নপুংশক বাঙ্গালীর করার কিছুই থাকে না। তাই এই নপুংশক জাতির ভাগ্য বার বার ধর্ষিতই হতে থাকবে। অনন্তকাল ধরে......।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন