অনির্ধারিত

অভিজ্ঞতা থেকে

অভিজ্ঞতা থেকে
কিছু কিছু পরিবারে মেয়ে শিক্ষিত হলে তার অনেক নৈতিক অনৈতিক কাজ পরিবার মেনে নেয় যেমন একটা মেয়ে (শিক্ষিত) নিজের পছন্দ মত পরিবারের অমতে বিয়ে করে...কয়েকবছর পর অবশ্য তার পরিবার মেনেও নেয়...তবে মন থেকে কতটুকু মেনে নেয় সেটাই প্রশ্নবিদ্ধ যাহোক কয়েকবছর পর আবার মেয়ের মা,বাবা,ভাই,বোন ফিরে পেয়ে মেয়েও খুশি মেয়ের জামাইও খুশি। আবার মেয়ে তার মা,বাবা কে খুশি করতে গিয়ে নিজের অক্ষমতা অন্যের উপর চাপিয়ে দিয়ে বা যেকোন একটা ছুতা/অচিলা দেখিয়ে জামাই,সংসার ছেড়ে দিয়ে বাচ্চা সহ বাপের বাড়ি বা ভাইয়ের বাসায় চলে যায় এটাও তারা মেনে নেয় সহজ ব্যাপার হিসেবে...কারন মেয়েতো শিক্ষিত....!!!ইচ্ছে হল আসলো,ইচ্ছে হলো চলে গেলো কোন ব্যাপারনা শিক্ষিত বলে কথা...!!এদের কাছে স্বামী,সংসারের কোন মূল্যই নেই।এপ্রকৃতির নারী খুবই বিপজ্জনক এদের নিয়ে কোন আশা করাই বোকামি....এইসব (শিক্ষিত) ছলনাময়ী নারীদের জন্যই ভেঙ্গে যাচ্ছে পারিবারিক বন্ধন,সামাজিক বন্ধন।নিজেরতো কোন ঝামেলা নাই,অন্যদের ঝামেলায় ফেলানো তাদের কাজ..... তবে সব শিক্ষিতই এক না...কেবল কিছু অহংকারী,স্বার্থপররাই এরকম....

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
অনুশোচনা

অনুশোচনা

রংধনু

২৮ মে ২০১৫

হুহ...বাস্তবতা!!

হুহ...বাস্তবতা!!

রংধনু

৩০ এপ্রিল ২০১৫

নারী মর্যাদা

নারী মর্যাদা

রংধনু

২৬ এপ্রিল ২০১৫

সম্পর্ক

সম্পর্ক

রংধনু

২৫ এপ্রিল ২০১৫