সাহিত্য

শুকনোপাতার কাব্য-২১

শুকনোপাতার কাব্য-২১
1236662_583030005094714_43851463_n কিছু সম্পর্ক অদ্ভুদ ভাবে হুটহাট বদলে যায় খানিকটা সময়ের জন্য হলেও তা বুঝা দায় যেনো কতো অচেনার ভীড়ে চেনা হলো নতুন তবু অধরা ই রয়ে গেলো আজো চেনা সব কিছু! সময়ের কলাকুশলীদের ভীড়ে অনেক মুখ ঝাপসা হয়ে যায় যে বা যারা ছিলো খুব বেশি চেনা,মৌসুমের আলো ছায়ায় অথবা ঝড়ের আশংকায় সব ফিরে যায় শুধু থেকে যায় হুটহাট বদলে যাওয়া সম্পর্ক গুলো মাঝে আটকা পড়ে রয় টুপ করে ডুব দেয়া অনুভুতি গুলো! প্রতিটা দিন ই নতুন অথবা শেষ দিন দিনের শুরু মানেই অনেক কিছুর প্রত্যাশা আর রাত্তিরে এসে চাওয়া পাওয়ার হিসেব কষা অষ্ট প্রহরে সেই হুটহাট বদলে যাওয়া আর টুপ করে ডুব দেয়া গল্প গুলো তাই পাতায় বন্দী ডায়রী হয়েই থাকে কিছু গল্প আবার জীবন্ত সুরে ধ্বনি তোলে আর কিছু থাকে দিন পঞ্জিকার লাল-কালো কালিতে বারটি মাস আর বছরের তিনশত পয়ষট্টি দিন হয়ে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন