ইন্টারন্যাশনাল উইমেন

জার্মানিতে হিজাব পরার ব্যাপারে নিষেধাজ্ঞা উত্তোলন

জার্মানিতে হিজাব পরার ব্যাপারে নিষেধাজ্ঞা উত্তোলন
রুকাইয়া রুকু, জার্মানঃ আজ থেকে জার্মানীর প্রায় অনেকগুলো প্রদেশে মুসলিম শিক্ষিকা এবং নার্সরা স্কার্ফ পরে কাজ করতে পারবেন। এতোদিন অনেক গুলো প্রদেশেই এটা নিষিদ্ধ ছিল। নিজের পেশায় কাজ করতে গিয়ে যেসব অভিজ্ঞতা হচ্ছিল, সেগুলো লিখতে বসতে চাচ্ছিলাম। মহান আল্লাহর ইচ্ছায় সেগুলো হয়তো আর লিখতে হবে না ইনশাআল্লাহ। নিজের আদর্শ আর স্বাতন্ত্র্যকে সমুন্নত রাখতে প্রতিনিয়ত এখানে যুদ্ধ করতে হয় বিচিত্র রকমের পরিস্থিতির সাথে। আলহামদুলিল্লাহ, সেটুকু কে অগ্রাহ্য করেও মুসলিম নারীরা নিজেদের এগিয়ে নিচ্ছে বলেই হয়তো আজ এই বিজয় আসছে। এই দেশে সংগ্রামরত প্রতিটি বোনকে, প্রতিটি মা কে, বিশেষ করে আমাদের কলিজার টুকরা প্রত্যেকটি মেয়ে সন্তানকে তাদের পোশাকে আর পবিত্রতায় আল্লাহ পাক তাঁর সীমা সংরক্ষণের তৌফিক দিন। এইভাবেই জার্মান থেকে বাংলাদেশী জার্মান প্রবাসী ডাক্তার রুকাইয়া রুকু  তার অনুভূতি ব্যক্ত করেন । উল্লেখ্য ২০০৩ সালে জার্মানির অধ্যাদেশ সংশোধন করে জার্মানির উচ্চ আদালত মুসলিম শিক্ষিকাদের মাথায় স্কার্ফ পরার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা আজ থেকে তুলে নেয়া হচ্ছে । মহীয়সীর লিঙ্কঃ https://www.mohioshi.com/archives/2134

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)