সাহিত্য

তারারা দূরেই সুন্দর

তারারা দূরেই সুন্দর
তারারা দূরেই সুন্দর। মিটমিটে আলোতে মাখামাখি মায়া আর প্রেম! অস্তিত্বে রেখে যায় মাতাল মোহাচ্ছন্নতা... কাছে পেলে হয়তবা চাঁদের কলংক হতো। তারারা দূরেই সুন্দর। দূরত্বের অস্পষ্টতা হ্ণদয়ে গড়ে সুন্দরতম অবয়ব। তারারা দূরেই সুন্দর। কাছে এলে হয়ত কাছে পাবার কামনা উবে যেতো!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)