সাহিত্য

আবদার

আবদার
বানুরে অ বানু জী,জী,জী... অ্যাঁইজায়্যুম ঢাকা সহর তঁর লাই আইন্নুম কি? এরকমভাবে একদিন বানুকে বলেছিল তার প্রিয়তম আর আজ তুমি আমাকে আর অতি দুখজনকভাবে এভাবেই আমার প্রতিটি আবদারের বল বাউন্স করে আমার দিকেই ফিরে আসে ধ্বনি প্রতিধ্বনি হয়ে যেমন।   তুমি কি আনার মতো কিচ্ছু খুঁজে পাওনা? পুরো পৃথিবী ঘুরে আনার মত তুমি কিছুটি পাওনা?   এই যেমন ধরো... একজোড়া কানের দুল, দুটো ব্রোচ একটি খাঁজকাটা নাকফুল যেটা তোমাকে আচড়ে দেবে বা একটি কাশ্মিরী চাদর না হয় দুয়েকটা পাতিল,কয়েক্টা কুশন কাভার অথবা একটা সুদৃশ্য পাপোষ, একটি ক্রিস্টাল টব   সারাদেশ জোড়া এতও এতো জিনিস তুমি কিচ্ছু ভাবতে পারোনা?   উদাহরণসরূপ... একটি ঝরাপাতা অথবা এক মূঠো রোদ, একশা বৃষ্টির কণা,পাঁচটা পাখির শব্দময়তা ঋতুময় প্রাচীন প্রকৃতি যেমন দিতো কিংবা একখণ্ড পাথর যে গড়াতে পারেনা রাস্তের ধারের অই পঙ্গু ভিক্ষুকটার মতো, একটি অথর্ব পাহাড় যে দাঁড়িয়ে থাকে ঠায়, নড়তেও পারেনা   আমি তোমাকে বলেছি একটা কিছু...যে কোনো এ্যাই শোন...আনতে পারবে?   বিচ্ছেদের অতৃপ্তি যা সংসার করতে করতে আমি আর পাইনা সম্পর্কের উদ্দীপনা যা অনেকটা ভোতা হয়ে গেছে বহু ঝামেলায় একটি গোপন আত্মসমর্পণ যেটা কারো চোখ টাটাবে না এই অভিযোগে ‘ও এখন শুধু ওর ইয়ের কথা শোনে’ অথবা একটি ঠোঁটকাটা সত্যোক্তি,“তুমি গত হলে অন্য আগামী আসবে আমারই প্রয়োজোনপূরণে”।   পারবে না তোমার এই বিশ্ব ভ্রমন হতে আমায় এসব এনে দিতে আচ্ছা যাও,...লাগবেনা...অন্যকিছু এনে দাও... যা আমার নিদারুণ প্রয়োজন,যা নইলে নয়...   সহিষ্ণুতার প্রানসত্তা, ঐক্যের আইল সুন্দর সংলাপের সুগন্ধি কিছু গণতন্ত্রের কৃষ্ণচূড়া, সত্যে-সজ্জিত ডালিয়া বিবেক না হয় মুক্তিযুদ্ধ-জাতীয়তা সম্বলিত হাইব্রিড মন একটি যৌগিক বিশ্বাসের জায়গা সুদর্শন আর সুবাচনিক সুশাসন সামাজিক ন্যায়ের নৌকা যে হাওয়ায় দুলে চলতে চলতে তুলে নেবে উপযুক্ত আলোকে বেপরোয়া   যদি ওসব কিচ্ছু না পারো...হু... তোমার বানুর জন্য নিয়ে এসো কিন্তু একদল সাদা পোশাকধারী পুলিশ বিচারহীন আমি যেন নেই হয়ে যেতে পারি অবলীলায়।   .................................।।  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন