সাহিত্য
আবদার
ব্লগটি লিখেছেন: salmaumme
| ৮ মার্চ ২০১৫

বানুরে অ বানু
জী,জী,জী...
অ্যাঁইজায়্যুম ঢাকা সহর তঁর লাই আইন্নুম কি?
এরকমভাবে একদিন বানুকে বলেছিল তার প্রিয়তম
আর আজ তুমি আমাকে
আর অতি দুখজনকভাবে এভাবেই আমার প্রতিটি আবদারের বল
বাউন্স করে আমার দিকেই ফিরে আসে
ধ্বনি প্রতিধ্বনি হয়ে যেমন।
তুমি কি আনার মতো কিচ্ছু খুঁজে পাওনা?
পুরো পৃথিবী ঘুরে আনার মত তুমি কিছুটি পাওনা?
এই যেমন ধরো...
একজোড়া কানের দুল, দুটো ব্রোচ
একটি খাঁজকাটা নাকফুল যেটা তোমাকে আচড়ে দেবে
বা একটি কাশ্মিরী চাদর
না হয় দুয়েকটা পাতিল,কয়েক্টা কুশন কাভার
অথবা একটা সুদৃশ্য পাপোষ, একটি ক্রিস্টাল টব
সারাদেশ জোড়া এতও এতো জিনিস
তুমি কিচ্ছু ভাবতে পারোনা?
উদাহরণসরূপ...
একটি ঝরাপাতা অথবা এক মূঠো রোদ,
একশা বৃষ্টির কণা,পাঁচটা পাখির শব্দময়তা
ঋতুময় প্রাচীন প্রকৃতি যেমন দিতো
কিংবা একখণ্ড পাথর
যে গড়াতে পারেনা রাস্তের ধারের অই পঙ্গু ভিক্ষুকটার মতো,
একটি অথর্ব পাহাড়
যে দাঁড়িয়ে থাকে ঠায়, নড়তেও পারেনা
আমি তোমাকে বলেছি একটা কিছু...যে কোনো
এ্যাই শোন...আনতে পারবে?
বিচ্ছেদের অতৃপ্তি যা সংসার করতে করতে আমি আর পাইনা
সম্পর্কের উদ্দীপনা যা অনেকটা ভোতা হয়ে গেছে বহু ঝামেলায়
একটি গোপন আত্মসমর্পণ যেটা কারো চোখ টাটাবে না এই অভিযোগে
‘ও এখন শুধু ওর ইয়ের কথা শোনে’
অথবা
একটি ঠোঁটকাটা সত্যোক্তি,“তুমি গত হলে অন্য আগামী আসবে আমারই প্রয়োজোনপূরণে”।
পারবে না তোমার এই বিশ্ব ভ্রমন হতে আমায় এসব এনে দিতে
আচ্ছা যাও,...লাগবেনা...অন্যকিছু এনে দাও...
যা আমার নিদারুণ প্রয়োজন,যা নইলে নয়...
সহিষ্ণুতার প্রানসত্তা, ঐক্যের আইল
সুন্দর সংলাপের সুগন্ধি
কিছু গণতন্ত্রের কৃষ্ণচূড়া, সত্যে-সজ্জিত ডালিয়া বিবেক
না হয় মুক্তিযুদ্ধ-জাতীয়তা সম্বলিত হাইব্রিড মন
একটি যৌগিক বিশ্বাসের জায়গা
সুদর্শন আর সুবাচনিক সুশাসন
সামাজিক ন্যায়ের নৌকা যে হাওয়ায় দুলে চলতে চলতে
তুলে নেবে উপযুক্ত আলোকে বেপরোয়া
যদি ওসব কিচ্ছু না পারো...হু...
তোমার বানুর জন্য নিয়ে এসো কিন্তু
একদল সাদা পোশাকধারী পুলিশ
বিচারহীন আমি যেন নেই হয়ে যেতে পারি
অবলীলায়।
.................................।।
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৩)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৩)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1001 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 956 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 854 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 830 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 818
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ

শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫

শুকনোপাতার কথামালা-২
শুকনোপাতার রাজ্য
১৩ মার্চ ২০২৫

ফুলস্টপ!
শুকনোপাতার রাজ্য
২০ জানুয়ারী ২০২৫

তাড়া!
শুকনোপাতার রাজ্য
৩১ ডিসেম্বার ২০২৪
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন

ক্লাইটেমেনেস্ট্রা
Umme Salma
৩ মার্চ ২০১৫
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)