সাহিত্য

ক্লাইটেমেনেস্ট্রা

ক্লাইটেমেনেস্ট্রা
ক্লাইটেমেনেস্ট্রা আমার ক্ষোভ লেচিগূলোকে কি দুর্দান্ত চাপে চ্যাপ্টা কোরে তোলে আমার রাগ সবজিগুলোর কি হালই না করে তেজী মরিচ পর্যন্ত আমার সাথে পেরে ওঠেনা সুগন্ধি এলাচ লবঙ্গের তোষামোদ আমাকে স্পর্শ করেনা একটুও আমার পৃথিবীতে একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাই প্রতিনিয়ত আমি   তুমি আমার এই পীঠ দেখতে পাওনা ধ্বংসের রুপান্তরিত ব্যঞ্জনের স্বাদে তৃপ্ত হয়ে ঢেঁকুর তোল এক অনুগামী জায়াতে   না,না তুমি কোন হেলেনকে ফিরিয়ে আনতে যাচ্ছোনা ঠায় বসে থাকা জাহাজের পালে বাতাস লাগাতে বলি দাওনি ইফিজেনায়াকেও শুধু তোমার স্বর্গে আমাকে করে রেখেছো এক নতজানু ফেরেশতা   পাছে আমি সীমানা পেরিয়ে যাই দুর্মর চেতনায় ................................................

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
আবদার

আবদার

Umme Salma

৮ মার্চ ২০১৫