তোমার সময় অনেক বেশিই নির্দিষ্ট!
তুমি খুশী হও খানিক বাদেই হও দুঃখী
যেনো খুশীটা কাউকে করে দান,
দুঃখ থেকে তাকে দিলে পরিত্রান!
তবে বুঝবেনা সে কখনোই তোমার অবদান!
এমনই হয়,এমনই হতে হয়
তুমি চাইলেও বদলাবে না,থেমে যাবে না
আবেগ অথবা স্বপ্নের অপচয়!
মানুষের মন এভাবেই বুঝি বধির হয়!
আপন স্বত্তার আপন আকাশে সর্বত্রই
উড়ে বেড়ায় চেনা পাখীর দল,
সে দলে তুমি শামিল থাকো
হয়ে খানিকটা নির্ভর !
আকাঙ্ক্ষার সূর্য যখন অস্ত চলে যায়
বেদনার মেঘলা আকাশ থেকে
চাঁদ ও হারিয়ে যায়,
তখন রয়ে যায় কিছু শুকতারা
জ্বলে আপন মনে,যেনো তোমার চোখের জল
চিকচিক করে,আঁখির কোনায়!
কেউ সুখ পেয়ে খুশী,কেউ দিয়ে খুশী
তবে যে দেয় পাওয়ার দাবী তারই বেশি
নিতে চাও নাও,যতো খুশী নাও,
নিকষ আঁধার থেকে দূরে সরে রও
আঁধারের বেদনা বড় ভয়ংকর !
আমি দিয়ে গেলাম একরাশ হাসি
রেখে গেলাম খুশির নদী
যা আমারই সাগর থেকে তৈরী,
তুমি আঁজলা ভরে খুশী নাও
আর দুঃখের জল গুলো আমায় দাও
আমি বয়ে নিয়ে আবারো ফিরে আসি
আমার সাগর জোয়ারে !
আমি ঢেলে দিলাম অজস্র মায়া
তুমি চোখে এঁকে রেখো
ভালোবাসার তুলিতে খানিকটা জড়িয়ো,
মায়ার তুলিতে আঁকা সে ছবি
আমারই দেয়ালে ঝুলবে নিরবধি
আমি জানবো,ওটা আমারই মায়ায় আঁকা
তোমার সেরা ছবি!
তুমি বারে বারে খুঁজে ফিরো
শূণ্য হৃদয়ের কান্নায় বারে বারে ডেকো
আমি সাড়া দেবো না,আমি নিশ্চুপ রবো
তবে তোমার শূণ্য হৃদয় ঠিকই পূর্ণ করবো
ভালোবাসার ছোঁয়ায় !
তুমি খুঁজে ফিরো বারে বারে
আমি দূরে রয়ে যাবো তোমার অগোচরে
শূন্য হৃদয়ের কান্না কখনো শুনেও শোননি তাই,
তুমি দেখেও দেখোনি অশ্রু কথা কয়
তুমি জানতেও চাওনি কি করে
ভুলের পাহাড় ভাঙ্গতে হয়!
তুমি একলা বসে হিসেব কষো
বারে বারে ভুল করো,
কারন?
আমি অংকের নিয়মের বাইরে
আমি সূত্রের অনেক অনেক আড়ালে
আমি তোমার বুঝার বাইরে!
সাহিত্য
অতৃপ্ত কথন
ব্লগটি লিখেছেন: শুকনোপাতা
| ৬ মার্চ ২০১৫
তোমার সময় অনেক বেশিই নির্দিষ্ট!
তুমি খুশী হও খানিক বাদেই হও দুঃখী
যেনো খুশীটা কাউকে করে দান,
দুঃখ থেকে তাকে দিলে পরিত্রান!
তবে বুঝবেনা সে কখনোই তোমার অবদান!
এমনই হয়,এমনই হতে হয়
তুমি চাইলেও বদলাবে না,থেমে যাবে না
আবেগ অথবা স্বপ্নের অপচয়!
মানুষের মন এভাবেই বুঝি বধির হয়!
আপন স্বত্তার আপন আকাশে সর্বত্রই
উড়ে বেড়ায় চেনা পাখীর দল,
সে দলে তুমি শামিল থাকো
হয়ে খানিকটা নির্ভর !
আকাঙ্ক্ষার সূর্য যখন অস্ত চলে যায়
বেদনার মেঘলা আকাশ থেকে
চাঁদ ও হারিয়ে যায়,
তখন রয়ে যায় কিছু শুকতারা
জ্বলে আপন মনে,যেনো তোমার চোখের জল
চিকচিক করে,আঁখির কোনায়!
কেউ সুখ পেয়ে খুশী,কেউ দিয়ে খুশী
তবে যে দেয় পাওয়ার দাবী তারই বেশি
নিতে চাও নাও,যতো খুশী নাও,
নিকষ আঁধার থেকে দূরে সরে রও
আঁধারের বেদনা বড় ভয়ংকর !
আমি দিয়ে গেলাম একরাশ হাসি
রেখে গেলাম খুশির নদী
যা আমারই সাগর থেকে তৈরী,
তুমি আঁজলা ভরে খুশী নাও
আর দুঃখের জল গুলো আমায় দাও
আমি বয়ে নিয়ে আবারো ফিরে আসি
আমার সাগর জোয়ারে !
আমি ঢেলে দিলাম অজস্র মায়া
তুমি চোখে এঁকে রেখো
ভালোবাসার তুলিতে খানিকটা জড়িয়ো,
মায়ার তুলিতে আঁকা সে ছবি
আমারই দেয়ালে ঝুলবে নিরবধি
আমি জানবো,ওটা আমারই মায়ায় আঁকা
তোমার সেরা ছবি!
তুমি বারে বারে খুঁজে ফিরো
শূণ্য হৃদয়ের কান্নায় বারে বারে ডেকো
আমি সাড়া দেবো না,আমি নিশ্চুপ রবো
তবে তোমার শূণ্য হৃদয় ঠিকই পূর্ণ করবো
ভালোবাসার ছোঁয়ায় !
তুমি খুঁজে ফিরো বারে বারে
আমি দূরে রয়ে যাবো তোমার অগোচরে
শূন্য হৃদয়ের কান্না কখনো শুনেও শোননি তাই,
তুমি দেখেও দেখোনি অশ্রু কথা কয়
তুমি জানতেও চাওনি কি করে
ভুলের পাহাড় ভাঙ্গতে হয়!
তুমি একলা বসে হিসেব কষো
বারে বারে ভুল করো,
কারন?
আমি অংকের নিয়মের বাইরে
আমি সূত্রের অনেক অনেক আড়ালে
আমি তোমার বুঝার বাইরে!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1833 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1722 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1565 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1565 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1513
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
কৃতজ্ঞতা!
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)