সাহিত্য

সহজ-কঠিনের বলয়ে!

সহজ-কঠিনের বলয়ে!
black-and-white কঠিনেরে আমি বাসিনি ভালো তবুও কঠিনে বাঁধা রই ছিন্ন কূলের আক্ষেপে ডুবে যেথা সেথা আটকে রই কখনো কঠিন ঘিরে চারিপাশ যেনো কাঁটায় জড়ানো বৃক্ষ কোথা রাখি পা,তাকাই কোন পানে না বুঝি তা সূক্ষ! কঠিনেরে আমি না বাসিলেও ভালো কঠিন বাসে আমারে কঠিন মমতায় আঁকড়ে রাখে সব সহজের আড়ালে খুঁজিয়া বেড়াই যেথা শীতল ছায়া,সেথা কঠিন তপ্ত রোদ নিতে চাই যখন একটু নিঃশ্বাস তখন কঠিন করে রোধ! দিনমান রোজ,বছর বারো মাস কঠিন ই আমার বন্ধু সহজ সে তো মরীচিকা,যারে দূর থেকে দেখি রোজ এতো কাছে এতো পাশে এতোটা আপন কঠিন তবু বাসিতে পারিনা ভালো তারে,বাঁচিতে চাই তারে বিহীন! মাঝে মাঝে,কখনো-সখনো সুধায় আপন হৃদয় বুঝিতে পারো সহজিয়া সুখ কেবল কঠিন যখন ছায় কঠিন বলেই তো সহজ আপন,কঠিন বলেই ভালোবাসো জীবন সহজ হলে আর কি ই বা আসে যায়? থাকো জড়িয়ে কঠিনের হাত,সহজ থাকুক আসা-যাওয়ায়!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন