
বিবিধ
আরেকটি অর্থ বনাম মানবতার যুদ্ধ:ছোট্ট রিফাতের জীবনরক্ষার ডাক! সাড়া দেবেন কি?

শাফিউল আহমেদ রিফাত।
মির্জাপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট ('০৭ - '১৩) ও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ২য় বর্ষের মেধাবী এই ছাত্র, সদা হাস্যোজ্জ্বল আমাদের এই ছোট ভাইটা জটিল ও দূরারোগ্য 'Chronic Kidney Disease (CKD) - Stage 5' আক্রান্ত হয়ে বর্তমানে বারিধারার ইউনাইটেড হাসপাতালের HDU তে শয্যাশায়ী। সহজ ভাষায় বলতে গেলে তার দুটো কিডনীই নষ্ট হয়ে গেছে (Renal Shutdown) এবং এর একমাত্র চিকিৎসা হল জরুরীভিত্তিতে 'কিডনী ট্রান্সপ্ল্যান্ট' করা। আর সিঙ্গাপুরে ট্রান্সপ্ল্যান্টের খরচ বাবদ প্রায় '৬৫০০০০০ (পঁয়ষট্টি লক্ষ) টাকার' প্রয়োজন। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা রিফাতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাবার পক্ষে প্রায় অসম্ভব যিনি ইতোমধ্যেই ছেলের চিকিৎসার পেছনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন।
এই পৃথিবীতে আমরা সবাই একা। কিন্তু একসাথে যখন আমরা হাতে হাত রাখি, তখন কি আমরা একা ? অবশ্যই না। একবার চিন্তা করে দেখু..., আমাদের এই ছোট ভাইটার যায়গায় আপনি, আমি কিংবা আমাদের বড় বা ছোট ভাই কিংবা বোন ও তো হতে পারতো। তাই সামান্য কিছু অর্থের অভাবে একটা অদম্য মেধাবী মুখের হাসি কখনোই চিরতরে মুছে যাবে না; এ বিশ্বাস আমাদের সবার। এই যুদ্ধটা শুধু রিফাতের একার না, এই যুদ্ধ আমাদের সবার। এই যুদ্ধ সামান্য কিছু অর্থের সাথে মানবতার যুদ্ধ। তাই বিশ্বাস, এই যুদ্ধে আমরা জিতবই ইনশাল্লাহ... জিততে আমাদের হবেই...
তাই আসুন, যে যার অবস্থান ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই...
ধন্যবাদ।
[পুনশ্চ - রিফাত আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে রিফাতের বাবা আরো ৩-৪ দিন দেশে থাকবেন ফান্ড কালেকশনের জন্য। তাই সবার কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব অনুদান নিচের যে কোন মাধ্যমে পাঠাতে পারলে খুবই উপকৃত হব।]
-------------------------------------------------------------------------------
রিফাতকে অনুদান পাঠানোর জন্য -
Account NO : 7002 - 0311047028
The Trust Bank Limited,
Principal Branch,
Cantonment, Dhaka.
বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য -
01789735232, 01773810357, 01716532637, 01727546698
যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন -
01951873036 - Moloy - AFMC 16
01721543454 - Piash - AFMC 13
01716532637 - Shafayat - AFMC 13
আপডেট জানতে চোখ রাখতে পারেনঃ
ফেসবুক পেজঃ https://www.facebook.com/AFMC.BD
ফেসবুক ইভেন্টঃ https://www.facebook.com/events/860056167365889
Asif Shawon (AFMC 16) লিখেছেঃ
অমিতের কথা মনে আছে আপনাদের? বিরল,
দুরারোগ্য “পোলিও ওয়াইল্ড” রোগে আক্রান্ত
হয়েছিলো সে। এই খবর পেয়ে জনকন্ঠ পত্রিকা তার
বাসায় যায়। পরের দিন সকালে জনকন্ঠে হেডলাইন
হয়েছিলো রিপোর্টারের সামনে বাবাকে বলা ছোট্ট
অমিতের সেই বিখ্যাতউক্তি, “বাবা,
ঢাকা শহরে এতো মানুষ, সবাই একটাকা করে দিলেও
তো আমি বেঁচে যাই।’’ ভাইরাসের চেয়েও
দ্রুতগতিতে ছড়িয়ে গেছিলো সেই খবর।
দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিলো। বহু
অর্থসাহায্য এসেছিলো এবং এক পর্যায়ে মজুদ
অর্থের পরিমাণ প্রয়োজনকেও ছাড়িয়ে গেছিলো।
বাঙালি প্রমাণকরে ছেড়েছিলো, রোগের
কাছে তারা হারতে জানে না, সম্ভাবনাময়প্রাণ
কে তারা হারিয়ে যেতে দেয় না। এরপর দীর্ঘদিন
বেঁচে ছিলো অমিত।
রিফাতের জন্য সাহায্য আসছে কিন্তু আমাদের
আরো সাহায্য দরকার। আমরা সবাই
একসাথে এগিয়ে আসলে রিফাত আবার ফিরে আসবেই।
আসতেই হবে।
-----------------------------
[caption id="" align="alignnone" width="640"]
আরেকটি অর্থ বনাম মানবতার যুদ্ধ:ছোট্ট রিফাতের জীবনরক্ষার ডাক! সাড়া দেবেন কি?[/caption]

আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)