বিবিধ

তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর, না জানি তাহলে তুমি কতো সুন্দর!

তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর, না জানি তাহলে তুমি কতো সুন্দর!
আমার মতো ভ্রমণপিপাসু আর আল্লাহর সৃষ্টি দেখে দেখে বিমোহিত হতে যারা পছন্দ করেন, তাদের তৃষ্ণা আরেক ডিগ্রি বাড়িয়ে দিতে এই ছবিপোস্ট। . (01) নরওয়ের গলনশীল হিমবাহ, যার বিন্যাস দেখে অনেকে এর নাম দিয়েছেন "ধরণী মাতার কান্না": . (02) অনিন্দ্যসুন্দর বালুশীলা, আরিজোনার Coyote Buttes এ রঙ বেরঙের বেলেপাথর এমন কার্পেটের মতো বিন্যস্ত হয়ে আছে: . (03) আয়ারল্যান্ডের রহস্যময়ী পাথুরে পাহাড় যা সম্পূর্ন প্রাকৃতিকভাবে সৃষ্ট, প্রাচীন আইরিশ কল্পকথা বলে দৈত্যরা পাথর কুড়িয়ে এনে এনে এখানে জমা করতো এভাবে এই পর্বতের সৃষ্টি https://en.wikipedia.org/wiki/Giant's_Causeway . (04) বলিভিয়ার লবণভূমি, বলিভিয়ার Salar de Uyuni তে অবস্থিত এই এলাকাটা, যতদূর দেখছেন, পুরোপুরি লবণের তৈরী! . (05) আমেরিকা যুক্তরাষ্ট্রের Oregon এ অবস্থিত রঙিন পাহাড়, দেখলে মনে হবে শিল্পীর তুলিতে পুরো পাহাড়টাকে পেইন্ট করে রাখা হয়েছে! . (06) দ্যুতিমান সমুদ্রতট, মালদ্বীপের Vaadhooর এই সমুদ্রসৈকতকে রাতেরবেলায় দেখলে মাটির বুকে জোনাকির মেলা মনে হয় . (07) মেক্সিকোর স্ফটিক গুহা, পৃথিবীর সবচে' বড় আকৃতির ক্রিস্টালের সমারোহ এই পাথুরে গুহার ভিতরে . (08) হিমায়িত বুদবুদ, কানাডার আব্রাহাম লেকের জলাভ্যন্তরে এরকম অদ্ভুত সুন্দর Frozen Bubbles এর প্রাকৃতিক প্রদর্শনী . (09)চীনের Zhangye Danxia নামক স্থানে এমন অদ্ভূত সুন্দর বেলেপাথরের টিলা আছে যাদের গায়ে রঙধনুর রঙ শোভা পায় . (10) এন্টার্কটিকাতে এরকম অসংখ্য আইসবার্গ বা হিমশৈল বিদ্যমান যেগুলো দেখলে মানুষ আধুনিক ভাস্কর্যশিল্প ভেবে ভুল করে বসতে পারে  . আল্লাহ তাঁর এই ক্ষুদ্র সৃষ্টি পৃথিবীতে এরকম অগুনতি স্থাপনা ছড়িয়ে রেখেছেন যেখানে শিল্পীর কল্পনা হার মেনে যায়, বিশ্বের সেরা ভাস্কর্যের সেরা খোদাইও ম্লান হয়ে যায়, অবনত হয়ে যায় উদ্ধত মানবের করোটি শিল্পীর সেরা শিল্পীর দরবারে, অবচেতনভাবেই মন বলে উঠে 'সুবহানাল্লাহ'! . [ইন্টারনেট]

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ