এইমাত্র নিচের খবরটি পড়লাম! উইমেন এক্সপ্রেসের সম্মানিত ব্লগারবৃন্দ, উক্ত ঘটনা সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত জানতে চাচ্ছি।

"ভারতের ছত্তিসগড় রাজ্যে সরকারি এক বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারের পর নয়জন মহিলা মারা গেছেন। আরো ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে আরো অন্তত বিশ জন মৃত্যুর সাথে লড়ছেন।
অস্ত্রোপচারের পর পরই মহিলারা প্রচণ্ড ব্যথা এবং জ্বরের অভিযোগ করতে থাকেন। রাজ্য সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ডাক্তার সহ চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই চিকিৎসকই গত বছর ৫০হাজার বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের জন্য সরকারি পুরস্কার পেয়েছেন।
শনিবার ছত্তিসগড়ের পেনডারি নামে একটি গ্রামে ৮৩ মহিলার ওপর টিউবেকটমি অর্থাৎ বন্ধ্যাকরণের জন্য অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, মাত্র একজন ডাক্তার ছয় ঘণ্টার মধ্যে এতগুলো অস্ত্রপচার করেন।
বন্ধ্যাকরণ শিবিরে এর আগেও ভারতে দুর্ঘটনা এবং হেলাফেলা করার বহু নজির রয়েছ। ২০১২ সালের জানুয়ারি মাসে বিহার রাজ্যে মাঠের ভেতর কোনো চেতনানাশক ছাড়াই দুঘণ্টায় ৫৩ মহিলার ওপর অস্ত্রোপচার করার দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের অংশ হিসাবে সরকারি উদ্যোগে এ ধরণের বন্ধ্যাকরণ কর্মসূচি চালানো হয়। সাধারণত দরিদ্র পরিবারের মহিলারা পয়সার লোভে বন্ধ্যাকরণে রাজী হন।" (Source: BBC)

আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে বি বি সি, দ্যা টাইমস অব ইন্ডিয়া ও দ্যা গার্ডিয়ান এর নিউজগুলো পড়ুন।
1)
Botched govt sterilization kills 11 women in Chhattisgarh
2)
Indian women die after state-run mass sterilisation campaign goes wrong
3)
Indian botched sterilisations kill nine women in Chhattisgarh
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)