সাহিত্য

ক'টা শব্দ খুঁজছি!

ক'টা শব্দ খুঁজছি!
Untitled-3 শব্দেরা যখন নিষ্প্রাণ আর মৌনতা প্রিয় সঙ্গী তখন বিষন্নতা নামায় আঁধার তখন বিবর্ণ আলো-ছায়ার মাঝেও শব্দের হাহাকার! তখন একেক টি শব্দ যেনো হৃদবদ্ধ চিৎকার তবু তা নিষ্প্রাণ! * শব্দে শব্দে সৃষ্টি হয় অজস্র হাহাকার বুলেট কিংবা অশ্রুরা গড়ে দেয়াল তবু নিষ্ফল নিস্তব্ধতার মাঝেও শোনা যায় হাহাকার! সে হাহাকার সহ্য করার জন্য তৈরী হয় না সে হাহাকার চূর্ণ করতে চায়,গুড়িয়ে দিতে চায়! * এমন ক'টা শব্দ খুঁজছি মাত্র ক'টা,ক'খানা অথবা কিঞ্চিৎ হলেও চলবে এমন শব্দ গুলো আমার দরকার,খুব বেশি দরকার! * আঁধার, হবে কি তোমার কাছে? ক'টা তেমন শব্দ! যা তুমি ঢেকে রাখো তোমার অস্তিত্বের টানে যা তুমি লুকিয়ে রাখো,তোমার অস্তিত্ব ফুরোবার ভয়ে! * আমার ওমন কিছু শব্দ দরকার,ক'টা শব্দ যা প্রচন্ড আঁধার ভেদ করে প্রচন্ড বেগে সৃষ্টি করে আলোর হাহাকার! আমার তেমন কিছু শব্দ দরকার,ক'খানা হলেও চলবে যে শব্দের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে নতুন বিপ্লবের অজস্র ধ্বনি! যে শব্দ গুলোই হবে নতুন ইশতেহারের সমষ্টি! * আমার তেমন কিছু শব্দ খুব খুব খুব চাই আঁধার কে আরো গাঢ়-গভীর করার জন্য আরো গভীর হোক আঁধার,তবেই তো জন্মাবে নতুন সূর্য যাকে ভেদ করতে গেলেই সহস্র বুলেট হবে ছিন্ন!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন