সাহিত্য

অনুভব (কবি মতিউর রহমান মল্লিকের স্মরণে)-শারমিন আকতার

অনুভব  (কবি মতিউর রহমান মল্লিকের স্মরণে)-শারমিন আকতার
index-butterfly নিষণ্ণ পাখির নীড়ে নিমগ্ন কেউ; কিভাবে কখন যেন বিলীন হয়ে গেছে সূরের মূর্ছনায় । চিত্রল প্রজাপতির ডানায় ভর করে এক খণ্ড সফেদ মেঘ ছুঁয়ে দেয় সুপ্ত বৃষ্টির অনুপম স্পর্শ । তোমার ভাষার তীক্ষ্ণছোরা; প্রতিটি রক্ত কণায় ছড়িয়ে দেয় দীপ্ত স্বত্বার স্পন্দন । অনবরত বৃক্ষের গান; শিরা-উপশিরায় ধ্বনিত করে প্রত্যাশিত জীবনের জয়গান । আবর্তিত তৃণলতার শাঁখে, আকাশের ঐ তারার ভাঁজে, অসহায় খুজে পায়, মমতার আশ্রয় । (কবি মতিউর রহমান মল্লিকের পাঁচটি কাব্য গ্রন্থের নাম ব্যবহার করে কবিতাটা লিখা । আল্লাহ তাকে জান্নাত নসিব করুন । আমিন।)  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন