বই পরিচিতি/বই রিভিউ

মহীয়সী ম্যাগাজিন

মহীয়সী ম্যাগাজিন
Mohioshi বাংলাদেশের সম্পূর্ণ নারী বিষয়ক প্রথম অনলাইন ম্যাগাজিন www.mohioshi.com । "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট; মুক্তি সেখানে অসম্ভব" । এই শ্লোগানকে সামনে রেখে মহীয়সীর যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালের ৭ অক্টোবর । মহীয়সী ম্যাগাজিনের লক্ষ্য ও উদ্দেশ্যেঃ •পারিবারিক বন্ধন সুদৃঢ় রেখে নারী সমাজকে নিজেদের অধিকার ও প্রাপ্য সম্পর্কে সচেতন করে তোলা । • নারীদেরকে অবজ্ঞা, অবহেলা, লাঞ্চনা এবং নির্যাতনের হাত থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা সৃষ্টি করা । • পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধে নারী সমাজের পাশাপাশি সমগ্র জাতিকে সজাগ করে তোলা । • বিভিন্ন ধরণের সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈদেশিক নারী বিষয়ক বিভিন্ন সেবা ও সহায়তামূলক কার্যক্রমের ব্যাপারে নারীদেরকে অবহিত করা । • নারী সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের শিক্ষামূলক কার্যক্রম যেমন দেশে ও বিদেশে স্কলারশিপ, ফ্রি ট্রেনিং সহ বিভিন্ন ধরণের কর্মসংস্থানমূলক সংবাদ উপস্থাপন করা । • দেশীয় ও আন্তর্জাতিক নারী বিষয়ক বিভিন্ন সংবাদ পরিবেশন করা । • সর্বোপরি দেশে ও বিদেশের সকল বাঙালী নারীর লেখনী সংশ্লিষ্ট সৃজনশীলতার বহিঃপ্রকাশের জন্য একটি গঠনমূলক প্ল্যাটফর্ম তৈরি করা । সাহিত্যপ্রেমী ও লিখতে পারদর্শী সকল বাংলা ভাষাভাষী বোনকে মহীয়সীতে লেখার জন্য আমন্ত্রণ রইল । লেখা পাঠাবার ঠিকানা ।  ই-মেইলঃ mohioshimag@outlook.com; বিশেষ প্রয়োজনে মোবাইলে কথাও বলতে পারেন-  মোবাইলঃ ০১৭৯৯৩১৩০৭৩ ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)