বিবিধ

ইসরাইলী পণ্য প্রসঙ্গে

ইসরাইলী পণ্য প্রসঙ্গে
- ওমা তুমি ডাভ ইউজ করোনা, এমনকী লাক্সও না? হায় হায় তাহলে কি ইউজ করো? -মেরিল, মাঝে মাঝে তিব্বত, এই দুইটা না পাওয়া গেলে কেয়া। -তুমি দেখো তোমার মুখে ইয়া বড় বড় ব্রণ আর মেছতা হবে.... -কবে হবে? -তা জানিনা তবে খুব শিঘ্রই হবে............ আমি হাসতে হাসতে বললাম, বয়স হলো ২৫, বিয়েও হয়েছে, নতুন করে দেখতে আসবে ভেবে সুন্দর হওয়া লাগবেনা... হলোই না হয় ব্রণ মেছতা, তোমার সুন্দর ত্বকটাতো দেখি.... ফ্রেশ নিশ্চয়ই! ও একটু লজ্জা পেলো বুঝতে পারলাম। এই পর্যায়ে বলে রাখছি কথোপকথনের দ্বিতীয় ব্যাক্তিটি খুবই সৌন্দর্য সচেতন, রেগুলার এই প্যাক সেই প্যাক লাগানো অভ্যাসে পরিণত হয়েছে। ওর সাথে কথা শুরু হয়েছিলো আমার ছেলে রাহীকে নিয়ে। ইসরাইলী পণ্যের ব্যাপারে রাহী একটা উদ্যোগ নিয়েছে, ইসরাইলী পণ্যগুলোর লিষ্ট দেখে রাহী কিটক্যাট, কোকাকোলা, মিরিন্ডা সহ এইসব খাবেনা বলে ঘোষণা দিয়েছে। আমার ছোট্ট রাহী বাবুটা নতুন কোন চিপস বা চকলেট হাতে পেলেই জেনে নেয় এটা ইসরাইলী পণ্য কিনা? হোকনা উদ্যোগটা খুব ছোট.... ছোট ছোট বালুকণা থেকেই তো বিরাট প্রাসাদ হয়, বিন্দু বিন্দু জল দিয়েই তো সাগরও হয়, কথাটা আমার না আমরা সবাই এটা পড়েছি। এই ছোট্ট উদ্যোগে আপনর খুব বড় ক্ষতি হয়ে যাবেনা। লাক্সের জায়গায় মেরল ইউজ করলে ইয়া বড় বড় ব্রণ হয়না, কোন সমস্যায় হয়না। আর লাক্স মাখলেই আপনি লাক্স সুন্দরীদের মতো হয়ে যাবেননা, আপনি যেমন তেমনই সুন্দর! আপনার রান্নাঘর, ওয়াশরুম, বেডরুমে দেশীয় পণ্য ব্যাবহার করুন, একটা তৃপ্তি পাবেনই মনে মনে, আর ঐ বিষাক্ত কিট ইসরাইলের বিরুদ্ধে এক ধরণের প্রতিবাদ জানানোর এই সুযোগ হাতছাড়া কেন করবেন? আমাদের এই যাত্রা কলুষমুক্ত হোক।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ