সাহিত্য

আমার গল্পটা

আমার গল্পটা
রোজ এই শহরে যখন সন্ধ্যে ফুরায় তখন অনেক গুলো নামহীন গল্পের সমাপ্তি ঘটে, হয়তো সেখানে আমার গল্পটাও আছে! রোজ এই শহরে যখন রাত্রী ফুরায় তখন অনেক গুলো অশ্রু ভোরের হাওয়ার সাথে মিলিয়ে যায়, হয়তো সেখানে আমার অশ্রু গুলোও আছে! আছে তো তাই না? আমার অনুভূতিগুলো,এই শহরের গল্পে আছে তো,তাই না? এই শহরের সব গুলো নামহীন,বর্ণহীন গল্পের মাঝে আমার গল্পটাও আছে!আমি বিশ্বাস করি! আমার জমানো দীর্ঘশ্বাস গুলো এখানে আছে কোন সন্ধ্যের হাওয়া হয়ে অথবা তপ্ত দুপুরের মাঝে নামহীন আমার গল্পটা জড়িয়ে আছে এখানে অনেক অনেক সুপ্ত কথা হয়ে! সময়ের পালাবদলের ভীড়ে আমার গল্পটা তবু আসে ঘুরে ফিরে শূণ্যতা আর অধরা সুখের আঁচড় রেখে যায় এই শহরে!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন