সাহিত্য

গোলাপী খামের চিঠি

গোলাপী খামের চিঠি
পুরোনো চিঠি গুলো যেনো জীবন্ত কন্ঠ স্বর আমি পড়িনা তবু শুনতে পাই থেমে থেমে খানিক পর গোলাপী খামের চিঠি গুলোর হয়েছে বহু বছর তবু সযত্নে কেয়ারী করেছি এতোগুলো বছর! চিঠি গুলো লেখা ছিলো হরেক রঙের পাতায় নানা রঙের কালিতে  @ নীল জলছাপের সাদা পাতায় আবেগের সবুজ কালিতে লিখা ছিলো অসংখ্য না বলা কথা গুলো। আমি তা পড়ি কখনো শেষ বিকেলের আলোয় কখনো বা রাতের গভীর সময়ে @ অনেক কথা বলার থাকে,বলা হয় না কোন কারন নেই,তবু বলা হয় না সময় চলে যায়,অসময় চলে যায় তবু না বলাই থেকে যায় কথা গুলো @ চিঠি গুলো সে জন্যই অনেক বড় এ পাতা ও পাতা দু'পাতাতেই লেখা কতো শত কথা,অভিমান,আবেগ!  @ গোলাপী খামের চিঠি গুলো পড়া হয়নি কখনো কোর্ট ফাইলের ভেতরে সযত্নে কেয়ারী করে রেখে দিয়েছি, আরো অসংখ্য চিঠির ভীড়ে,অসংখ্য কথার ভীড়ে আর কিছু উত্তরহীন প্রশ্নের আড়ালে!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন