সাহিত্য

অভিমানী বালিকা

অভিমানী বালিকা
  5d8470172cb056bdbb8ed59d7edda414 ছাদের কোণে, আপন মনে বালিকা ভেজে জলে, মেঘ-বৃষ্টি আর পদ্ম পাতার কাছে মনের কথা বলে। ভেজা ফড়িং সঙ্গী হয়ে শুনায় বৃষ্টির গান প্রজাপতির রঙ্গিন পাখায় লিখে অভিমান। মেঘ-বালিকার অভিমান চোখে টলমল করে বৃষ্টি কণার সাথে মিশে জলে ঝরে পড়ে । শাপলা পাতায় চিঠি লিখে, অভিমানী পত্র ভাসায় । শামুক ভেজা জলের মাঝে, মেঘবালিকার মন হারায়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন