বিবিধ

মেঘ-বৃষ্টি

মেঘ-বৃষ্টি
    টিপটিপ বৃষ্টি টিনের চালে,নাচছে তা থৈ থৈ উঠোন জুড়ে জলের নাচন পদ্ম দিঘীর জল অথৈ। কদম তলায় খুকীর নাচন সাথে তাহার সই, ছোটন ছোটে পুকুড় ধারে করে হৈ চৈ। মেঘ গুড়গুড় মেঘের বাড়ি ,হাড়িয়া মেঘের দল কয় না কথা ,শুনেনা মানা ঝরায় আঁখি জল। দমকা হাওয়া ছুটছে ঐ হারিয়ে দিক বে-দিক জল কণার সাথে মিশে বালু করছে ঝিকমিক। নৌকো  নিয়ে নবীন মাঝি যাচ্ছে দুরের পথ হাওয়ার তালে ঢেউয়ের মাঝে,বইছে জলের রথ। বিলের ধারে হাঁসের ছানা করছে ডাকাডাকি ছোট্ট খুকী ছোট্টছে সেথায় পাতায় মাথা ঢাকি। মেঘের বাড়ি ছুটলো মেঘ  থামলো জলের ধারা তাই না দেখে সুঁর্যিমামা আনন্দে আত্মহারা। অবুঝ বালিকার চোখে শুধু মেঘের বাড়ি ভাসে সুঁর্যের আড়ালে মেঘটা যে তাই মিটমিটিয়ে হাসে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন