পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

" একটি সাহায্যের জন্য আবেদন "

" একটি সাহায্যের জন্য আবেদন "
ভাই এবং বোনেরা । বন্ধু এবং বান্ধবীরা । আমি ব্লগার সালমান আলী ফাহিম । আজ আপনাদের সাহায্য চাই ।আপনারা অনেকেই অনেক জায়গাতে দান করেন ।অনেকের বাবার অনেক টাকা আছে । আমরা যে ল্যপটপ দিয়ে নেট চালাই হয়তো রাস্তার পথ শিশুদের এটার সমমূল্য টাকা থাকলে তারা একটা ভাল চাদর কিনত রাত টা কাটানোর জন্য । আমরা কার্ড রিচার্য করি যে টাকা দিয়ে হয়তো এই ১০০ বা ২০০ টাকা থাকলে বাজারের সর্বনিম্ম চাল অনেক গুলো করে কিনত ।আমাদের অনেকে ঈদের কাপড় কেনার বাজেট ৫,০০০ থেকে ১০,০০০ ।এর থেকে যদি ৫০০ বা ১০০টাকা এদের একটা নতুন জামা কেনার জন্য দেই তাহলে কি আমাদের টাকা বা বাজেট কমে যাবে ? না কখনোই না । তাই আসুন তাদের পাশে যেয়ে দাড়াই ।মানুষ মানুষের জন্য । @[239906679553195:]

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩

লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন